বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বে ৫৫% প্লাস্টিক বর্জ্যে দায়ী ২০ কোম্পানি: গবেষণা

  •    
  • ১৮ মে, ২০২১ ১৫:৫২

গবেষণায় বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বহুজাতিক করপোরেশন উভয়ই বিশ্বের ৫৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে থাকে। এগুলোর মধ্যে তেল ও গ্যাস নিয়ে কাজ করা জায়ান্ট প্রতিষ্ঠান ও কেমিক্যাল কোম্পানিও রয়েছে।

২০১৯ সালে বিপুলসংখ্যক প্লাস্টিক বর্জ্য উৎপাদনের জন্য দায়ী মাত্র ২০টি কোম্পানি। বিশ্বে ৫৫ শতাংশ একবার ব্যবহার্য প্লাস্টিক ওই সময় এরাই উৎপাদন করে। এতে জলবায়ু সংকট বৃদ্ধির পাশাপাশি সৃষ্টি হয়েছে পরিবেশগত বিপর্যয়।

মঙ্গলবার অস্ট্রেলিয়াভিত্তিক সংস্থা মিনডেরু ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ানঅস্ট্রেলিয়ান ফিন্যানশিয়াল রিভিউ

গবেষণায় বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বহুজাতিক করপোরেশন উভয়ই বিশ্বের ৫৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে থাকে। এগুলোর মধ্যে তেল ও গ্যাস নিয়ে কাজ করা জায়ান্ট প্রতিষ্ঠান ও কেমিক্যাল কোম্পানিও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ১৩০ মিলিয়ন মেট্রিক টনের বেশি প্লাস্টিক বর্জ্য হিসেবে ফেলে দেয়া হয়। এসব বর্জ্যের বেশির ভাগই পরে পোড়ানো হয়, মাটিতে চাপা দেয়া বা সরাসরি প্রকৃতিতে ফেলা হয়। মাস্ক থেকে শুরু করে প্লাস্টিক ব্যাগ ও বোতল এসব বর্জ্যের বড় অংশ। সাগর দূষণেও এদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

মাথাপিছু ব্যবহারের হিসাবে ওয়ান টাইম প্লাস্টিক বর্জ্য উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে ডিঙিয়ে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

প্রতিবেদনে দেয়া সূচকে দেখা গেছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বহুজাতিক তেল ও গ্যাস করপোরেশন এক্সনমোবিল বিশ্বে সবচেয়ে বেশি ওয়ান টাইম প্লাস্টিক বর্জ্য দূষণকারী সংস্থা। ওই বছর পৃথিবীব্যাপী মোট বর্জ্যের মধ্যে সংস্থাটি একাই ৫ দশমিক ৯ মিলিয়ন টন বর্জ্য উৎপাদন করে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ কেমিক্যাল কোম্পানি ডাউ ৫ দশমিক ৫ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে। অন্যদিকে চীনের পেট্রোলিয়াম ও কেমিক্যাল করপোরেশন সিনোপেক বিশ্বে ৫ দশমিক ৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য তৈরির জন্য দায়ী।

এক্সনমোবিল, ডাউ ও সিনোপেক বিশ্বে সর্ববৃহৎ পলিমার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ২০১৯ সালে পৃথিবীজুড়ে প্লাস্টিক বর্জ্যের ১৬ শতাংশই এই তিন প্রতিষ্ঠান উৎপাদন করে।

গবেষণায় যে ২০টি প্রতিষ্ঠানকে প্লাস্টিক বর্জ্য উৎপাদনের জন্য দায়ী করা হয়েছে, তার মধ্যে ১১টি এশিয়ায়। এ ছাড়া চারটি প্রতিষ্ঠান ইউরোপের, তিনটি উত্তর আমেরিকার এবং দুটি ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের।

এ বিভাগের আরো খবর