বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রকেট ছোড়া প্রতিরোধের অংশ: অরুন্ধতিদের বিবৃতি

  •    
  • ১৭ মে, ২০২১ ২২:০৯

বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলে রকেট ছুড়েছেন। এই রকেটগুলো নৃশংসতা শুরু করেনি। অবৈধ দখলের বিরুদ্ধে রকেট ছোড়া প্রতিরোধের অংশ, যা আন্তর্জাতিক আইনও সমর্থন করে।’

ইসরায়লের বিরুদ্ধে ছোড়া ফিলিস্তিনিদের রকেট প্রতিরোধের অংশ। এটি আন্তর্জাতিক আইনেও সমর্থিত। বুকারজয়ী লেখক অরুন্ধতি রায় ও নয়নতারা শেহগালের নেতৃত্বে দেয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন একদল লেখক ও শিল্পী।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে ফিলিস্তিনের শিশুদের হত্যা ও জমি দখলের জন্য ইসরায়েলের সরকারকে অভিযুক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলে রকেট ছুড়েছেন। এই রকেটগুলো নৃশংসতা শুরু করেনি। অবৈধ দখলের বিরুদ্ধে রকেট ছোড়া প্রতিরোধের অংশ, যা আন্তর্জাতিক আইনও সমর্থন করে।’

বিবৃতি আরও বলা হয়, বেসামরিক নাগরিক ও শিশুদের হত্যায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে ইসরায়েল।

বিবৃতিতে সাক্ষর করা লেখক-শিল্পীরা গাজায় ইসরায়েলি বিমান হামলা বন্ধে মিসরের বিমান বাহিনীকে ‘নো ফ্লাই জোন’ চালুরও আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা ফিলিস্তিনের সুরক্ষায় আরব দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন।

বিবৃতিতে ১৯৬০ সালের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ১৫১৪ রেজুলেশনের কথা বলা হয়েছে, যেখানে সাবেক উপনিবেশ থেকে সরে এসে কোনো দেশকে স্বাধীনতা দেয়ার প্রক্রিয়াকে সমর্থন দেয়া হয়েছে।

বিবৃতিতে সাক্ষরকারীরা বলেন, এ মাসের শুরুতে ইসরায়েল জেরুজালেমের শেখ জারাহ থেকে ফিলিস্তিনিদের অবৈধভাবে উচ্ছেদের চেষ্টা করে। লেবাননের লেখক ইলিয়াস খউরি এই উচ্ছেদকে চলমান নাকবার (বিপর্যয়) অংশ হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের দ্বারা উচ্ছেদ হওয়ার পর ফিলিস্তিনিরা জেরুজালেমের ওই অংশে বসত গড়ে। পরে আবার তাদের উচ্ছেদ করা হচ্ছিল।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন অভিনেত্রী রত্মা পাঠক শাহ ও অভিনেতা নাসিরুদ্দিন শাহ, ঔপন্যাসিক গিতা হরিহরণ ও অর্থনীতিবিদ প্রভাত পাটনায়েক।

তারা বলেন, গাজার বর্তমান লড়াইয়ের বিবরণ যেন ফিলিস্তিনিদেরকে মর্যাদা ও প্রতিরোধের অধিকার থেকে বঞ্চিত না করে।

সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনের গাজায় টানা আট দিনের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯২ জন। এর মধ্যে ৯২ জনই নারী-শিশু (৩৪ নারী ও ৫৮ শিশু)। সে হিসাবে নিহতদের ৪৭.৯২ শতাংশই নারী ও শিশু।

অন্যদিকে, ফিলিস্তিনিদের ছোড়া রকেটের আঘাতে নিহত হয়েছেন দুই শিশুসহ ১০ ইসরায়েলি।

এ বিভাগের আরো খবর