কোভিডে গোবর ও গোমূত্র কাজ করে না বলে মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের মণিপুর রাজ্যের এক সাংবাদিক।
তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে মারা যান মণিপুর বিজেপির রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিং। তিনি গোড়া থেকেই কোভিডমুক্ত হতে গোবর ব্যবহার এবং গোমূত্র পান করে আসছিলেন। বিষয়টি নিয়ে প্রচারণাও চালিয়েছেন।
কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর পর থেকেই কোভিডে গোবর ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এরই জের ধরে ফেসবুকে গোবর ও গোমূত্রের অকার্যকারিতা নিয়ে পোস্ট দেন সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম।
আরেক রাজনীতিক কর্মী ইরেন্দ্রো লেইচম্বমও প্রায় একই ধরনের পোস্ট করেন।
এরপরই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন রাজ্য বিজেপির সহ সভাপতি উশাম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দ।
এই মামলাতেই বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনীতিক কর্মী ইরেন্দ্রো লেইচম্বমকে।
আদালতে তোলা হলে দুইজনকে ১৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগেও সাংবাদিক কিশোরচন্দ্রকে নেটমাধ্যমের পোস্টের কারণে দু’টি ভিন্ন মামলায় দুইবার গ্রেপ্তার করা হয়েছিল।