ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এমন অবস্থায় রোগীর জন্য জরুরি হয়ে উঠেছে অক্সিজেন। অক্সিজেন পেতে সারা দেশেই চলছে হাহাকার; পাওয়া যাচ্ছে মৃত্যুর খবর।
এমন অবস্থায় যখন দিকে দিকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, তখন ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) একদল বিজ্ঞানী তৈরি করেছেন কম দামে কনসেনট্রেটর মেশিন।
বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি কনসেনট্রেটর পাওয়া যাবে ৩০ হাজার টাকায়।
নতুন আবিষ্কৃত এই অক্সিজেন কনসেনট্রেটরের নাম রাখা হয়েছে, ‘প্রাণায়াম’।
এনআইটি তাদের ওয়েবসাইটে মেশিনটির বিস্তারিত প্রকাশ করেছে। এটি বাণিজ্যিকভাবে তৈরির কথাও ঘোষণা করেছে এনআইটি কর্তৃপক্ষ।
এনআইটির উদ্ভাবিত কনসেনট্রেটর মেশিনটি তৈরি করতে বেশ কিছু কোম্পানি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে।
তাদের মধ্যে থেকে একটি কোম্পানিকে মেশিনটি তৈরি করার অনুমতি দিয়েছে এনআইটি কর্তৃপক্ষ।
এ ছাড়া বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতার মোট তিনটি কোম্পানির সঙ্গে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন তৈরির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি অক্সিজেন কনসেনট্রেটর ‘প্রাণায়াম’ মেশিনে বিশেষ পদ্ধতিতে বাতাস টেনে আনা হয় মেশিনের জিওলাইট চেম্বারে। সেখান থেকে বাতাসের নাইট্রোজেন আলাদা করে দিয়ে সরাসরি বিশুদ্ধ অক্সিজেন রোগীকে দেয়া যাবে এই মেশিনের সাহায্যে। এটা করা গেলে আলাদা করে কোনো অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হবে না।
এনআইটির মেকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক শিবেন্দু শেখর রায় জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি অক্সিজেন মেশিন প্রাণায়াম গত বছরের আগস্ট থেকে তৈরির কাজ শুরু হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে এই কাজ শুরু করে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে মডেল তৈরির কাজ শেষ হয়।