করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে দিল্লির সব জেলায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যাংক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানান, বাড়িতে আইসোলেশনে থাকা করোনা রোগীরা চাইলে সেসব কনসেনট্রেটর হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, টেলিভিশনে শনিবার এক ব্রিফিংয়ে কেজরিওয়াল এসব ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আজ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সার্ভিস দেয়া শুরু করেছি। আমরা অক্সিজেন কনসেনট্রেটর ব্যাংক স্থাপন শুরু করেছি। প্রতিটি জেলায় একটি ব্যাংক থাকবে, যাতে ২০০ অক্সিজেন কনসেনট্রেটর থাকবে।
‘বিভিন্ন সময়ে দেখা গেছে, দরকারের সময় মেডিক্যাল অক্সিজেন দেয়া না হলে করোনা রোগীদের প্রায়ই আইসিইউতে ভর্তি করা লাগে। কখনো কখনো অনেক রোগীর মৃত্যু হয়। সে শূন্যতা পূরণে আমরা এসব ব্যাংক স্থাপন করেছি।’
কেজরিওয়াল বলেন, ‘হোম আইসোলেশনে থাকা কোনো রোগীর অক্সিজেন দরকার হলে দুই ঘণ্টার মধ্যে আমাদের টিম দোরগোড়ায় পৌঁছে যাবে।’
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও দরকার হলে কেউ অক্সিজেন কনসেনট্রেটরের সুবিধা নিতে পারবেন।
‘আমাদের চিকিৎসকরা রোগীদের সঙ্গে যোগাযোগ রাখবেন যাতে জরুরি প্রয়োজনে তাদের হাসপাতালে নেয়া যায়’, বলেন কেজরিওয়াল।
তিনি বলেন, ১০৩ ডায়াল করে এ সার্ভিস নেয়া যাবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে অক্সিজেনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। দিল্লিতে কিছুদিন আগ পর্যন্ত প্রচণ্ড সংকট ছিল অক্সিজেনের।
তবে স্থানীয় সরকারের উদ্যোগ ও আদালতের হস্তক্ষেপে বর্তমানে সে সংকট অনেকটাই কেটে গেছে।