ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি হাসপাতালে পুরুষ নার্সের ধর্ষণের শিকার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার এক মাস পর বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, ৪৩ বছর বয়সী ওই নারীকে গত ৬ এপ্রিল সরকারি ভোপাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের কাছে তিনি ধর্ষণকারীকে শনাক্তের কথা জানিয়েছিলেন।
একাধিক সূত্র জানিয়েছে, ভেন্টিলেটর দেয়ার পর ওই নারীর অবস্থার দ্রুত অবনতি হয়। ভর্তির দিন সন্ধ্যাতেই তার মৃত্যু হয়।
মৃত্যুর ঘটনায় নিশাতপুরা থানায় মামলা হয়েছে, যাতে আসামি ৪০ বছর বয়সী সন্তোষ আহিরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। বিচার শুরুর আগে তাকে ভোপাল কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইরশাদ ওয়ালি জানান, পুলিশের কাছে করা আবেদনে ভুক্তভোগী তার পরিচয় গোপন রাখার আর্জি জানিয়েছিলেন। তিনি ঘটনাটি কাউকে না জানাতে বলেছিলেন।
‘এ কারণেই তদন্তকারী দল ছাড়া কারও সঙ্গে তথ্যটি শেয়ার করা হয়নি’, বলেন ইরশাদ।
হাসপাতাল সূত্রগুলো আরও জানিয়েছে, সন্তোষ এর আগেও ২৪ বছর বয়সী এক স্টাফ নার্সকে যৌন হেনস্তা করেন। কর্মরত অবস্থায় মদ্যপানের জন্য ইতিপূর্বে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।