ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুহুর্মুহু বিমান হামলার মধ্যে দক্ষিণ লেবানন থেকে তিনটি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এসব রকেট ছোড়া হয় বলে জানিয়েছে লেবাননের সামরিক একটি সূত্র।
ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, রকেটগুলো সমুদ্রে পড়েছে।
লেবাননের সামরিক ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, লেবাননে ফিলিস্তিনের রাশিদিয়াহ শরণার্থী ক্যাম্পের কাছাকাছি এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়।
ইসরায়েলের চিরশত্রু লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, রকেট নিক্ষেপের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘গ্যালিলি উপকূলের কাছে ভূমধ্যসাগরে কিছুক্ষণ আগে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘প্রটোকল অনুযায়ী, কোনো সাইরেন বাজানো হয়নি।’
রকেটগুলো এমন সময়ে ছোড়া হলো যখন গাজা সীমান্তে বাড়তি সেনা সমাবেশ করেছে ইসরায়েল। উপত্যকায় টানা কয়েক দিন প্রাণঘাতী বিমান হামলার পর স্থল অভিযানের পরিকল্পনা করছে দেশটি।
গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১০৯ জন। আহত হয়েছে প্রায় ৬০০ মানুষ।
পৃথিবীর খোলা কারাগার হিসেবে পরিচিত গাজায় ইসরায়েলের হামলা নতুন নয়। ২০১৪ সালে উপত্যকায় বড় ধরনের সামরিক অভিযান চালায় দেশটি। সে সময় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছিল।