পশ্চিমবঙ্গে সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি।
সূত্রের খবর, অধিকাংশ কেন্দ্রে বিজেপির থেকে দুই থেকে আড়াই হাজার ভোট বেশি পেয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস। ব্যবধান কম বলেই পুনর্গণনার আর্জি জানাবে বিজেপি।
এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রামে দুই হাজারের কম ভোটে হেরে গিয়ে কমিশনে পুনর্গণনার আবেদন জানিয়েছিলেন। যদিও মুখ্যমন্ত্রীর ওই আবেদন কমিশন খারিজ করে দেয়। পরে মমতা বন্দোপাধ্যায় সুপ্রিমকোর্টে যাবেন বলে জানান।
এপ্রিলে পশ্চিমবঙ্গে আট দফায় বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ মাসের গোড়ার দিকে প্রকাশিত ফলাফলে দেখা যায় রাজ্য বিধানসভার মোট ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পায় ২১৩টি আসন। আর বিজেপির পকেটে আসে ৭৭টি আসন।
এদিকে বিতর্কের মুখে পড়ে বাতিল হয়ে গেছে বিশ্বভারতীতে ‘বাংলায় বিজেপির ভরাডুবি’ নিয়ে ভার্চুয়াল সেমিনার। বিশ্বভারতীর ওয়েবসাইটে উপাচার্যের নামে দেয়া এই বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। পরে ওয়েবসাইট থেকে ওই বিজ্ঞপ্তি মুছে ফেলা হয়। সেমিনারের বিষয় বস্তু নিয়ে নিন্দায় সরব হয়েছেন শ্রমিক থকে শুরু করে শিক্ষার্থীদের একাংশ। এ ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি।