বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত

  •    
  • ১২ মে, ২০২১ ২১:১২

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা সীমান্তবর্তী এলাকায় হামাসের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে  ইসরায়েলি সেনা ওমর তাবিব নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে হামাসের ছোঁড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত এবং দুই জন আহত হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা সীমান্তবর্তী এলাকায় হামাসের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি সেনা ওমর তাবিব নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন।

এর আগে হামাস জানায়, তারা একটি ইসরায়েলি জিপকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে গত সোমবার থেকেই গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতায় পবিত্র রমজানের শুরু থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সেই উত্তেজনা ৭ মে থেকে সহিংসতায় রূপ নেয়। আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশ হানা দিলে শুরু হয় সহিংসতা। এসব সহিংসতায় ৫৬ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। আহত কয়েকশ মানুষ। এ ছাড়া, ইসরায়েলি পুলিশ আটক করে শতাধিক ফিলিস্তিনিকে।

এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

এ বিভাগের আরো খবর