সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এ সময়ে দেশটিতে ঈদ উদযাপন বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির সিভিল ডিফেন্স স্থানীয় সময় রোববার এ সতর্কবার্তা দেয় বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আসির, আল-বাহা, জাজান, নাজরান ও মক্কা অঞ্চলে বজ্রপাত, ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মদিনা, কাসিম, হেইল, নর্দার্ন বর্ডারস প্রভিন্স, আল-জাওফ ও তাবুক অঞ্চলে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এসব সতর্কবার্তা দেয়া হয়।
এদিকে নাজুক আবহাওয়া পরিস্থিতির সম্ভাব্য ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদির সিভিল ডিফেন্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-হাম্মাদি।
বন্যা উপদ্রুত এলাকা থেকে দূরে থাকাসহ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করা সিভিল ডিফেন্সের নির্দেশ মানতেও সৌদিবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।