মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাকে হামলার মূল সন্দেহভাজন বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালদ্বীপের পুলিশের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবারের বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মালদ্বীপ পুলিশ। বোমা বিস্ফোরণে জড়িতদের শনাক্তে জনগণের সহায়তা চেয়েছিল মালদ্বীপ কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়। চতুর্থ সন্দেহভাজন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ওপর হামলায় উগ্রপন্থি দল জড়িত বলে অভিযোগ দেশটির কর্মকর্তাদের।
শনিবার মালদ্বীপের প্রসিকিউটর জেনারেল হুমেন শামীম সাংবাদিকদের বলেন, হামলায় কোন সংগঠন জড়িত, তা তদন্তকারী কর্মকর্তাদের পক্ষে এখনও বের করা সম্ভব হয়নি। হামলায় নাশিদ ছাড়াও তার দুই দেহরক্ষী, ব্রিটিশ নাগরিকসহ দুই পথচারী আহত হন।
রোববার নাশিদের এক স্বজন টুইটবার্তায় বলেন, পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার রাজধানী মালে শহরে নিজ বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন ৫৩ বছর বয়সী নাশিদ। তার গাড়ির কাছে রাখা মোটরসাইকেলে বিস্ফোরকটি ছিল বলে জানা যায়।
হামলায় গুরুতর আহত নাশিদকে ঘটনার পরপরই হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা, বুক ও পেটে অস্ত্রোপচার হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি।