বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবার লন্ডনের মেয়র হচ্ছেন সাদিক খান

  •    
  • ৯ মে, ২০২১ ০৯:২৮

প্রথম দফার ভোটে সাদিক কিংবা বেইলির কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। তবে দ্বিতীয় দফায় ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করেন লন্ডনের বর্তমান মেয়র।

কনজারভেটিভ পার্টির প্রার্থী শন বেইলিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো লন্ডনের মেয়র হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা সাদিক খান।

স্থানীয় সময় শনিবার রাতে প্রকাশিত ফলে সাদিক খান ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রথম দফার ভোটে সাদিক কিংবা বেইলির কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। তবে দ্বিতীয় দফায় ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করেন লন্ডনের বর্তমান মেয়র।

সাবেক পার্লামেন্ট সদস্য (এমপি) সাদিক খান ২০১৬ সালের নির্বাচনে জেতার মধ্য দিয়ে লন্ডনের প্রথম মুসলমান মেয়র হওয়ার গৌরব অর্জন করেন।

এবারের নির্বাচনে ভোটে ‍তৃতীয় হন গ্রিন পার্টির সিয়ান বেরি। চতুর্থ অবস্থানে আছেন লিবারেল ডেমোক্র্যাটস নেতা লুইসা পরিট।

তবে পরিট নির্বাচনে ৫ শতাংশের কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছে লিবারেল ডেমোক্র্যাটসরা।

লন্ডনে মেয়র নির্বাচনের প্রচার-প্রচারণার সময় প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন সাদিক খান।

কিছু জরিপে আভাস দেয়া হয়েছিল, প্রথম রাউন্ডে অর্ধেকের বেশি ভোট পাবেন সাদিক। তবে এবারের নির্বাচনে ২০১৬ সালের মতো রেকর্ড ভোট নিশ্চিত করতে পারেননি তিনি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্রথম দফায় সাদিক খান পান ১০ লাখ ১৩ হাজার ৭২১ ভোট, যা মোট ভোটের ৪০ শতাংশ।

সে দফায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেইলি পান ৮ লাখ ৯৩ হাজার ৫১ ভোট। এ সংখ্যাটা মোট ভোটের ৩৫ দশমিক ৩ শতাংশ।

দ্বিতীয় দফায় আরও ১ লাখ ৯২ হাজার ৩১৩টি যুক্ত হওয়ায় সাদিকের মোট ভোটের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ ৬ হাজার ৩৪ (মোট ভোটের ৫৫ দশমিক ২ শতাংশ)। অন্যদিকে আরও ৮৪ হাজার ৫৫০ ভোট পাওয়ায় বেইলির ভোটের সংখ্যা দাঁড়ায় ৯ লাখ ৭৭ হাজার ৬০১টিতে (৪৪ দশমিক ৮ শতাংশ)।

দুই দফা ভোট শেষে সাদিক খান ২ লাখ ২৮ হাজার ভোট বেশি পেয়ে দ্বিতীয় দফায় লন্ডনের মেয়র নির্বাচিত হন।

এ বিভাগের আরো খবর