ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে আল-আকসা মসজিদ এলাকা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাতের সংঘর্ষে আল-আকসা মসজিদ চত্বর ও আশপাশের এলাকায় ১৭৮ ফিলিস্তিনি ও ৬ ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, রাবার বুলেটে আহত ৮৮ ফিলিস্তিনিকে হাসপাতালে নেয়া হয়েছে।
রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, সামান্য ও গুরুতর নয় এমন আঘাতে আহত ব্যক্তিদের চিকিৎসা করতে তারা জেরুজালেমে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। এর উদ্দেশ্য হলো, অন্য হাসপাতালগুলোর ওপর চাপ কমানো।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রমজানের শেষ শুক্রবারের নামাজে অংশ নিতে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হন আল-আকসা মসজিদে। ফিলিস্তিনিদের উচ্ছেদে ইহুদি বসতি স্থাপনকারীদের হুমকির প্রতিবাদে তাদের অনেকে সেখানে অবস্থান নেন।
গত সপ্তাহে শেখ জারাহর বাসিন্দা, অন্য ফিলিস্তিনি ও সংহতি জানানো আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীরা উচ্ছেদের হুমকিতে থাকা ফিলিস্তিনি পরিবারগুলোকে সমর্থন দিতে রাত্রিকালীন পাহারায় অংশ নেন।
ফিলিস্তিনিদের পক্ষের লোকজনের অবস্থান ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও শক গ্রেনেড ব্যবহার করে ইসরায়েলের সীমান্ত পুলিশ। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া অনেক ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করে তারা।
এমন বাস্তবতায় দখলকৃত পূর্ব জেরুজালেমে যেকোনো ধরনের জোরপূর্বক উচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করতে ইসরায়েলকে তাগিদ দিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির পক্ষ থেকে হুঁশিয়ার করে বলা হয়েছে, ইসরায়েলের তৎপরতা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।