বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে চীনের নতুন রেকর্ড

  •    
  • ৭ মে, ২০২১ ১৬:৪৭

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বের মোট গ্রিনহাউজ গ্যাসের ২৭ শতাংশ নিঃসরণ করেছে চীন। ওই বছর দেশটি প্রথমবারের মতো সব উন্নয়নশীল দেশের মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের পরিমাণকেও অতিক্রম করেছে।

পৃথিবীর সব উন্নয়নশীল দেশ মিলে যে পরিমাণ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে, চীন একাই তার চেয়ে বেশি গ্যাস নিঃসরণ করে বলে উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।এর আগে ২০০৬ সালে পরিবেশ দূষণকারী গ্রিনহাউজ গ্যাস কার্বন ডাই অক্সাইড নিঃসরণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে প্রথম অবস্থানে এসেছিল দেশটি।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার বৈশ্বিক অর্থনীতি ও পরিবেশ নিয়ে কাজ করা রোডিয়াম গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে একাই বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী বিশ্বের মোট গ্রিনহাউজ গ্যাসের ২৭ শতাংশ নিঃসরণ করেছে চীন। ওই বছর দেশটি প্রথমবারের মতো সব উন্নয়নশীল দেশের মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের পরিমাণকেও অতিক্রম করেছে। গত এক দশকে চীনের গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ বেড়েছে ২৫ শতাংশ।

রোডিয়াম গ্রুপের গবেষণায় অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের (ওইসিডি) সদস্য দেশগুলোকে উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এদের মধ্যে ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও রয়েছে।গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে চীনের পরেই গ্রিনহাউজ নিঃসরণে দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। দেশটির গ্রিনহাউজ নিঃসরণের পরিমাণ ছিল ১১ শতাংশ, যেখানে তৃতীয় অবস্থানে থাকা ভারতের নিঃসরণ করেছে ৬ দশমিক ৬ শতাংশ।

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। সেই হিসাবে মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে দেশটি এখনও যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে। তবে গত দুই দশকে চীনের মাথাপিছু গ্রিনহাউজ নিঃসরণও তিনগুণ বেড়েছে। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ইতিহাসে শিল্প বিপ্লবের পর ২০১৯ সাল পর্যন্ত সবচেয়ে বেশি গ্যাস নিঃসরণ করেছে ওইসিডিভুক্ত দেশগুলি।

রোডিয়ামের গবেষকরা বলছেন, ‘গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে চীন কিছু দিন আগে উন্নয়নশীল দেশগুলোকে অতিক্রম করলেও গত কয়েক শতাব্দী ধরে এই দেশগুলোই সবচেয়ে বেশি নিঃসরণকারী।’

গ্রিনহাউজ গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ায় মেরু অঞ্চলের বরফ গলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এতে পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্বের অনেক দেশ। একই সঙ্গে আফ্রিকার মরু অঞ্চলে বাড়ছে খরার তীব্রতা। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলছেন, চীন ও যুক্তরাষ্ট্র গ্রিনহাউজ গ্যাস কমানোর বিষয়ে কোনো ঐক্যমতে না আসতে পারলে জলবায়ু পরিবর্তন ঠেকানো কঠিন হয়ে উঠবে। ২০৬০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছে চীন। অন্যদিকে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করা প্যারিস চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।

এ বিভাগের আরো খবর