মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সন্দেহভাজন এক বোমা হামলায় আহত হয়েছেন।
রাজধানী মালেতে বৃহস্পতিবার রাতে ওই বোমা হামলা হয়।
বিবিসির প্রতিবেদনে মালডিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) সমর্থকদের উদ্ধৃত করে বলা হয়, বৃহস্পতিবার যখন তিনি বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন সে সময় হামলাটি হয়।
প্রাথমিকভাবে এই বলা হচ্ছে, তার গাড়ির কাছেই রাখা এক মোটরসাইকেলে বিস্ফোরকটি ছিল।
হামলার পরপরই সেনাবাহিনী ওই এলাকাটি ঘিরে ফেলে। কে বা কারা হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি সরকারি কর্মকর্তারা।
এএফপিকে উদ্ধৃত করে দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি বলছে, ‘হত্যাচেষ্টার হামলা থেকে মোহাম্মদ নাশিদ বেঁচে গিয়েছেন। তিনি আহত হলেও আশঙ্কামুক্ত।’
নাশিদ মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি ২০০৮ সালে বহুদলীয় নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার চার বছর পর এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হন নাশিদ।
৫৩ বছর বয়সী নাশিদ বর্তমানে দেশটির জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন। যা দেশটির দ্বিতীয় ক্ষমতাধর অবস্থান।