অবরুদ্ধ পশ্চিম তীরে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা বিষয়ক সংগঠন ডিসিআইপি জানিয়েছে, নিহত কিশোরের নাম সাইদ ওদেহ। ওদালা গ্রামের প্রবেশপথে একটি নিরাপত্তা চৌকি থেকে তার পিঠ লক্ষ্য করে দুই বার গুলি চালায় ইসরায়েলি সেনারা। একটি অ্যাম্বুলেন্স প্রাথমিক চিকিৎসা দিতে এগিয়ে আসলেও তাতে বাধা দেয় তারা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ায় পাল্টা গুলি চালিয়েছে সেনারা।
এদিকে পূর্ব জেরুজালেমের অবরুদ্ধ একটি গ্রামেও অভিযান চালিয়েছে ইসরায়েল। অবৈধ বসতি নির্মাণে বাধা দেয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাসায়নিক মিশ্রিত পানি ছোঁড়ে তারা। এ সময় সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি, গ্রেপ্তার করা হয় কমপক্ষে ১০ জনকে।
মার্চে সেটলারদের বসতি স্থাপনে সুবিধার জন্য শেখ জারাহ এলাকার ছয় ফিলিস্তিনি পরিবারকে ঘর খালি করার নির্দেশ দেয় ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের ডিস্ট্রিক্ট আদালত। একই আদালত ১ আগস্টের মধ্যে আরও সাত ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
এ আদেশের বিরুদ্ধে ফিলিস্তিনিরা আপিল করতে পারবে কিনা, সে বিষয়ে বৃহস্পতিবার ইসরায়েলের সর্বোচ্চ আদালতের রায় দেয়ার কথা থাকলেও স্থগিত হয়েছে সেটি।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আইনি লড়াইয়ে ফিলিস্তিনিরা হেরে গেলে এলাকাটিতে তাদের ঘরবাড়ি দখলে আরও উৎসাহিত হবে ইসরায়েলিরা।
বিষয়টিকে জাতিগত নিধনের অংশ আখ্যা দিয়েছেন প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির মুস্তাফা বারঘুতি।