বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুয়া ঘটনা দেখাচ্ছে বিজেপি: মমতা

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ৬ মে, ২০২১ ১৫:১০

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যেখানে যেখানে সহিংসতার ঘটনা ঘটছে, সেখানে দেখবেন, বিজেপি জিতেছে। তখন কমিশনের হাতে ক্ষমতা ছিল। তিন মাস ধরে পরিস্থিতির অবনতি হয়েছে।’

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতার ঘটনায় বিজেপি-তৃণমূল বাগযুদ্ধ চরমে উঠেছে।

বুধবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়।

এরপর মুখ্যমন্ত্রীকে দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘ভোটের পর থেকে রাজ্যে যে সহিংসতা চলছে, সমাজে তার মারাত্মক প্রভাব পড়েছে; যা গণতন্ত্রের জন্য ভয়ানক। এসব বন্ধ হবে বলে আমি আশা করি। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশা রাখি।’

রাজ্যপাল মাইক রাখতেই মুখ্যমন্ত্রী সেটি হাতে নিয়ে বলেন, ‘ভোট-পরবর্তী সহিংসতার জন্য বিজেপি দায়ী।’

তিনি বলেন, ‘যেখানে যেখানে সহিংসতার ঘটনা ঘটছে, সেখানে দেখবেন, বিজেপি জিতেছে। তখন কমিশনের হাতে ক্ষমতা ছিল। তিন মাস ধরে পরিস্থিতির অবনতি হয়েছে।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘কয়েকটা ঘটনা ঘটেছে। সব সত্য নয়। ভুয়া ঘটনা দেখাচ্ছে বিজেপি। বিজেপির ঘটনায় বিশ্বাস করবেন না।’

বুধবার নবান্নে উচ্চপর্যায়ের এক বৈঠকে রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করেন মুখ্যমন্ত্রী মমতা।

বিধানসভার চতুর্থ দফার ভোট চলার সময় শীতলকুচিতে ১২৬ নম্বর বুথে বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়।ওই সময় কোচবিহারের পুলিশ সুপার দেবাশীষ ধর বলেছিলেন, প্রায় ৩০০ ব্যক্তি ঘিরে ধরেছিল নিরাপত্তা বাহিনীকে। শূন্যে গুলি চালিয়েও সংযত করা যায়নি। বাহিনীর অস্ত্র কেড়ে নিতে চেয়েছিল উত্তেজিত জনতা। ফলে গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা।

পুলিশ সুপারের এ দাবি মানতে চাননি তৃণমূল নেত্রী মমতা। তিনি বলেছিলেন, ‘সব অমিত শাহর ষড়যন্ত্র। এসপি বিজেপির হয়ে কাজ করছে। সব দেখে নেব।’

ওই ঘটনার পর কয়েকটি জেলার জেলা শাসক ও পুলিশ সুপার পদে পরিবর্তন আসে।

বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাড্ডা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘রাজ্যে গণহত্যা হচ্ছে ৩৬ ঘণ্টা ধরে অথচ নীরব মমতা। এতেই বোঝা যায়, এ ঘটনায় তার মদত রয়েছে।’

এদিকে সহিংসতার ঘটনায় সোমবার রাজ্যের প্রতিবেদন চেয়ে চিঠি পাঠিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে কথা মনে করিয়ে বুধবার আবার দ্রুত প্রতিবেদন চায় ওই মন্ত্রণালয়। প্রতিবেদন জমা না পড়লে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

চিঠির বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় বলেন, ‘এই চিঠি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসনিক স্তরে এরই মধ্যে রদবদল ঘটিয়েছেন মমতা।

‘এখন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে। এবার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। আর আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার। অমিত শাহর কৌশল এখানে খাটবে না।’

এ বিভাগের আরো খবর