ভারতে গত বছরের প্রথম তরঙ্গের মতোই চলতি বছরেও করোনাভাইরাসের এত বাড়বাড়ন্তের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের ‘অদূরদর্শিতা, নেতৃত্বের অভাবকেই’ দায়ী করেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাবেক গভর্নর রঘুরাম রাজন।
মঙ্গলবার সংবাদমাধ্যম ব্লুমবার্গ টেলিভিশনের ক্যাথলিন হেজের সঙ্গে সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, ‘এখনও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ব্রাজিলে যা হয়েছিল, সতর্ক না হলে সেই পরিস্থিতি মারাত্মক আকার নিয়ে ফিরে আসতে পারে।’
রোববার রেকর্ডসংখ্যক মৃত্যু হয়েছে ভারতে। দৈনিক শনাক্ত এখনও সাড়ে তিন লাখের বেশি। সংক্রমণ রুখতে লকডাউন শুরুর কথা নরেন্দ্র মোদি সরকারকে ভাবতে বলছে সুপ্রিম কোর্ট।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রঘুরাম রাজন বলেন, ‘আত্মতৃপ্তি আমাদের ক্ষতি করছে।
‘গত বছর সংক্রমণ কমে যাওয়ার পরে এমন একটি অনুভূতি ছিল যে আমরা ভাইরাসটির সবচেয়ে খারাপ আক্রমণ সহ্য করেছি ও বিপদ অতিক্রম করে এসেছি। করোনা সংকটের সময় পার হয়ে এসেছি এই আত্মতৃপ্তি আমাদের আহত করেছে।’
সরকার যে জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এ কথাও উল্লেখ করেন তিনি।
২০১৩ সালে রিজার্ভ ব্যাংকের প্রধান পদে আসীন হয়েছিলেন রঘুরাম রাজন। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং পাশাপাশি আরবিআই লভ্যাংশ ও সুদের হারের বিষয়ে পদ শিবিরের সঙ্গে মতানৈক্য হয় গভর্নরের। পদ ছাড়ার পর মোদি সরকারের ডিমনিটাইজেশন নীতি নিয়েই সরব হয়েছিলেন রঘুরাম রাজন।