বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গে পোস্টাল ব্যালটের ফলে এগিয়ে তৃণমূল

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ২ মে, ২০২১ ০৮:৫৩

কড়া নিরাপত্তায় রোববার সকাল থেকে ভোট গণনা শুরু করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে তৃণমূল এখন পর্যন্ত এগিয়ে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালট। এই ফলে এনডিটিভির হিসাবে এগিয়ে রয়েছে তৃণমূল। সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত তাদের হিসাবে তৃণমূল ৪৩টি ও বিজেপি ৪২টিতে এগিয়ে আছে।

বুথফেরত সমীক্ষায় আগেই তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এসেছে। আট ধাপের নির্বাচনের পর রোববার গণনার পর ফল পাওয়া যাবে।

করোনাভাইরাস মহামারির মধ্যেই সভা-সমাবেশে, ভোট গ্রহণ নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। তবে সবকিছু ছাপিয়ে এবার ভোটের ফল দেখার অপেক্ষা। রোববার শুধু পশ্চিমবঙ্গ নয়, ভোটের ফল ঘোষণা হবে অসম, তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত পদুচেরিতে।

পশ্চিমবঙ্গে সরকার গড়তে ২৯৪ আসনের মধ্যে ১৪৮টিতে জয় পেতে হবে। জয়ের জন্য আশাবাদী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট গণনায় যেন কারচুপি করতে না পারে, সে জন্য প্রার্থীদের সকাল সকাল স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

শুক্রবার কালীঘাটের বাসভবন থেকে ভার্চুয়াল বৈঠকে প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের তৃণমূল নেত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। যেখানে বলা হয়েছে, গণনাকেন্দ্রে থাকা এজেন্টরা যেন টেবিল ছেড়ে না ওঠেন। এমনকি খাওয়াদাওয়ার ক্ষেত্রেও সংযম বজায় রেখে তারা যেন গণনা চালিয়ে যান সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন।

আগেই পশ্চিমবঙ্গে অন্তত ২০০ বিধানসভার আসন দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোট গণনা কেন্দ্রের চারপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে রয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীসহ তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনেই চলবে গণনা। প্রত্যেক গণনাকর্মীকে কেন্দ্রে প্রবেশের জন্য দেখাতে হবে করোনা নেগেটিভ সনদ। তবেই মিলবে গণনাকেন্দ্রে প্রবেশের ছাড়পত্র।

নেতাজি ইনডোর স্টেডিয়াম গণনাকেন্দ্রে জোড়াসাঁকো, চৌরঙ্গী, বেলেঘাটা ও শ্যামপুকুর কেন্দ্রের ভোট গণনা হবে।

হাওড়ায় ১৬টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য ১১টি গণনাকেন্দ্র। গণনাকেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনী ও বাইরে পুলিশ কর্মী মোতায়েন থাকছে।

মেদনীপুরে গণনাকেন্দ্র থাকছে চারটি। মেদিনীপুর, গড়বেতা, শালবনি ও কেশপুর।

পূর্ব মেদিনীপুরে ছয়টি কেন্দ্রে শুরু হচ্ছে ভোট গণনা। নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুলে। সেখানে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে কমিশন। মালদা কলেজে ভোট গণনা হবে ইংরেজ বাজার, মোথাবাড়ি ও মালদা কেন্দ্রের।

ভোট গণনার আগের দিন শনিবার জয় নিয়ে আশার কথা জানান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বলেন, ‘নতুন সরকার আসছে। কাল ফল বেরোনোর পর গুলির আওয়াজ থেমে যাবে।’

যেসব আসনে ভোট হয়েছে

প্রথম দফায় ৫ জেলার ৩০ আসন, দ্বিতীয় দফায় ৪ জেলার ৩০ আসন, তৃতীয় দফায় ৩ জেলার ৩১ আসন; চতুর্থ দফায় ৫ জেলার ৪৪ আসন; ষষ্ঠ দফায় ৫ জেলার ৪৩ আসন; সপ্তম দফায় ৫ জেলার ৩৬ আসন এবং অষ্টম দফায় ৪ জেলার ৩৫ আসনে ভোট হয়।

১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় রাজ্যে রাজনীতি উত্তাল হয়ে ওঠে। এই ঘটনার আগে উসকানিমূলক বক্তব্য রাখার জন্য কমিশনের শাস্তির মুখে পড়তে হয় তৃণমূল নেত্রী মমতাকে।

এই একই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কমিশনের শাস্তির মুখে পড়েন।

নন্দীগ্রামে বয়ালে গন্ডগোলের খবর পেয়ে সেখানে গিয়ে দুই ঘণ্টার বেশি সময় ওই বুথে বসেছিলেন তৃণমূল নেত্রী।

নিরাপত্তা জোরদার

২৩ জেলার ১০৮টি ভোট গণনাকেন্দ্রের বাইরে রয়েছে ২৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের মধ্যে চলছে ভোট গণনা।

সিসিটিভিতে কমিশনের নজরদারির পাশাপাশি গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করে তৃণমূল নেত্রী মমতা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছিলেন। গোটা দেশের নজর এখন হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুলের দিকে, যেখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে।

এদিকে ভোট গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেয়া নিয়ে তৃণমূল-বিজেপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

আর দুপক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুললেও দুপক্ষই অভিযোগ অস্বীকার করেছে। বেলেঘাটা, টালিগঞ্জ ও বালীগঞ্জে দুই পক্ষের মধ্যে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেয়া নিয়ে ঝামেলা হয়।

এ বিভাগের আরো খবর