আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা শেষে জানা যাবে পশ্চিমবঙ্গের শাসনভার কোন রাজনৈতিক দলের হাতে যাচ্ছে। ভোট গণনার কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেকটি কেন্দ্রের আশপাশে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
কোভিড বিধিনিষেধ মেনেই চলবে গণনা। প্রত্যেক গণনাকর্মীকে শংসাপত্র (প্রমাণপত্র) দেখাতে হবে। তবেই মিলবে গণনা কেন্দ্রে প্রবেশের ছাড়পত্র।
রোববার কেরল, অসম, তামিলনাড়ু, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। দেশের নজর থাকবে নন্দীগ্রাম কেন্দ্রে। যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের মূল প্রতিদ্বন্দ্বী তারই মন্ত্রিসভা ও দল ছেড়ে বেরিয়ে ভোটের আগে ক্ষমতাসীন বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু অধিকারী।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম গণনা কেন্দ্রে জোড়াসাঁকো, চৌরঙ্গী, বেলেঘাটা ও শ্যামপুকুর কেন্দ্রের ভোট গণনা হবে। হাওড়ায় ১৬টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য ১১টি গণনা কেন্দ্রে থাকছে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনী ও বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ।
মেদনীপুরে গণনা কেন্দ্র থাকছে চারটি। মেদিনীপুর, গড়বেতা, শালবনি ও কেশপুর।
পূর্ব মেদিনীপুরে ৬টি গণনা কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা কড়া নিরাপত্তায় হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুলে। মালদা কলেজে ইংরেজ বাজার, মোথাবাড়ি ও মালদা কেন্দ্রের ভোট গণনা হবে।
ভোট গণনার আগের দিন শনিবার জয় নিয়ে আশাবাদী রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘নতুন সরকার আসছে। কাল ফল বেরোনোর পর গুলির আওয়াজ থেমে যাবে।’
এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন , ‘ভোটে বিজেপি তার লক্ষ্যে পৌঁছাবে।’
অন্যদিকে তৃণমূল নেতা মমতা বন্দোপাধ্যায় আগেই জানিয়েছেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁরাই সরকার গঠন করবেন।
অন্যদিকে গণনার আগের দিনও রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। উদ্ধার হয়েছে তাজা বোমা। নৈহাটিতে তৃণমূলের রাজনৈতিক কার্যালয়কে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
হাড়োয়া থেকে উদ্ধার হয়েছে চারটি তাজা বোমা। শাসনের পাকদাহ থেকে ১৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। মালদার মানিকচকে নুরপুর গ্রামের তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। সোনারপুরের খেয়াদহে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ।