পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত মিলেছে সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফ জোটের। বিভিন্ন সংস্থার বুথ-ফেরত সমীক্ষার এমন ইঙ্গিতে প্রভাবিত না হয়ে দৃঢ়তার সঙ্গে ভোট গণনায় অংশ নিতে জোটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
শুক্রবার জোটের পক্ষ থেকে বিভিন্ন জেলার নেতা-কর্মীদের কাছে পাঠানো সার্কুলারে তিনি এই আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম বর্তমান জানিয়েছে, সার্কুলারে সমীক্ষাকে নাকচ করে দিয়ে ভোট গণনার কাজে কর্মীদের কোনো রকম ঢিলেমি না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ২৯২ আসনে আট দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ফল ঘোষণা হবে রোববার। তার আগেই বিভিন্ন গণমাধ্যমের সমীক্ষায় বলা হচ্ছে, শোচনীয়ভাবে হারতে যাচ্ছে বাম-কংগ্রেস-আইএসএফ জোট।
সিপিআইএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় বলা হয়েছে, বিভিন্ন মিডিয়ার এক্সিট পোলের সমীক্ষার নামে যে আনুমানিক ফলাফলের কথা বলা হচ্ছে তাতে কান দিতে নিষেধ করেছেন বিমান বসু।
তিনি বলেছেন, ‘আট পর্বে রাজ্য বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে সাত-আটটি সংস্থা এক্সিট পোল নিয়ে চর্চা করছে এবং ২৯২টি আসন নিয়ে অহেতুক মন্তব্য করেছে। কারা কতসংখ্যক মানুষের কাছ থেকে তথ্য নিয়ে মন্তব্য করেছে এবং আনুমানিক ফলাফলের কথা বলেছে, তা জানা নেই, এ নিয়ে ব্যস্ততারও কোনো প্রয়োজন নেই।’
‘গুজবে কান নয়, দৃঢ়তা নিয়ে গণনায় থাকুন’ শিরোনামে গণশক্তির এমন প্রতিবেদনে বলা হয়েছে, ‘দৃঢ় মনোবলের এজেন্টদের পাঠানো হচ্ছে, যারা তৃণমূল বিজেপির প্ররোচনায় পা না দিয়ে, গুজবে কান না দিয়ে, শেষ পর্যন্ত সাহসের সঙ্গে গণনার নিয়মবিধি পালন হচ্ছে কি না, সেদিকে নজরদারি করতে পারবেন।’
বর্তমান জানিয়েছে, ভোট গণনার ৪৮ ঘণ্টা আগে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত সমীক্ষার তথ্য বাম-কংগ্রেস-আইএসএফের কর্মীদের একাংশের মধ্যে বেশ হতাশা তৈরি করেছে। এই হতাশা যাতে গণনার কাজে কোথাও প্রভাব না ফেলে, সে জন্য তড়িঘড়ি এই সার্কুলার দিয়েছে বামফ্রন্ট।