কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তিদের টিকা পেতে তাড়াহুড়ো করার দরকার নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ১ মে ভারতে শুরু হতে যাওয়া টিকাদান কর্মসূচিতে তাদের ভিড় না বাড়ালেও চলবে। তারা আগামী দুই থেকে তিন মাস টিকা ছাড়াই ভালো থাকতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের টিকা নেয়ার আদর্শ সময়কাল হতে পারে ৬০ থেকে ৯০ দিন।
মুম্বাই গ্লোবাল হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. হারিস চ্যাফল বলেন, ‘যদি কেউ টিকার প্রথম ডোজ নেয়ার পর করোনায় আক্রান্ত হন তবে তাকে দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষেত্রে সুস্থ হবার পর আরও ৬০ থেকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।’
এর ব্যাখ্যায় ডা. চ্যাফল বলেন, ‘করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের শরীরে প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি তাকে পুনরায় সংক্রমিত হওয়া থেকে সুরক্ষা দেয়। যখন আপনি প্রাকৃতিকভাবে একটি প্রতিরোধ ব্যবস্থা অর্জন করেছেন তারপর দ্রুততম সময়ে সংক্রমণ প্রতিরোধী টিকা নেয়ার কোনও যৌক্তিক কারণ থাকতে পারে না।’
রাজধানী নয়াদিল্লীর মাধুকার রেইনবো হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. শারওয়ারি দেবহাদে দুয়া বলেন, ‘১৮ বছরের বেশি সবাইকে অবশ্যই দ্রুত করোনাভাইরাসের টিকা নিতে হবে। তবে কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তিদের ছয় থেকে আট সপ্তাহের মধ্যে টিকা নিলেই হবে।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, কোনও করোনা রোগী যদি চিকিৎসাধীন অবস্থায় মনোক্লোনাল অ্যান্টিবডি বা কনভালেসেন্ট প্লাজমা নিয়ে থাকেন তাদের টিকা নেয়ার জন্য সুস্থ হওয়ার পর অন্তত ৯০ দিন অপেক্ষা করতে হবে।