বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানের দুই কূটনীতিকের বিরুদ্ধে টুপি-চকলেট চুরির অভিযোগ

  •    
  • ২৯ এপ্রিল, ২০২১ ১২:৩০

চলতি বছরের ১০ জানুয়ারি কূটনীতিকদের একজন ১ দশমিক ৭০ ডলার মূল্যের চকলেট ও অন্যজন ২৩ ফেব্রুয়ারি ১০ ডলারের টুপি চুরি করেন বলে অভিযোগ রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় পাকিস্তান দূতাবাসে কর্মরত দুই কূটনীতিকের বিরুদ্ধে দোকান থেকে পণ্য চুরির অভিযোগ উঠেছে।

রাজধানী সিওলের পুলিশ শনিবার বিষয়টি জানায় বলে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।

দ্য কোরিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সিউলের ইয়ংসান জেলার পুলিশ জানায়, দুটি ভিন্ন দিনে ইয়ংসানের ইটাওন এলাকার একই দোকান থেকে এক কূটনীতিক ১০ ডলার ও অন্যজন ১ দশমিক ৭০ ডলার মূল্যের পণ্য চুরি করেন।

চলতি বছরের ১০ জানুয়ারি কূটনীতিকদের একজন ১ দশমিক ৭০ ডলার মূল্যের চকলেট ও অন্যজন ২৩ ফেব্রুয়ারি ১০ ডলারের টুপি চুরি করেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, টুপি চুরির পর দোকানটির এক কর্মচারী পুলিশে খবর দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ফুটেজ দেখে পাকিস্তান দূতাবাসে কর্মরত ৩৫ বছর বয়সী এক কূটনীতিককে চুরির সঙ্গে জড়িত ব্যক্তি হিসেবে শনাক্ত করে।

কূটনৈতিক দায়মুক্তির কারণে সন্দেহভাজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি সিওলের পুলিশ কর্মকর্তারা।

কূটনৈতিক সম্পর্কের বিষয়ে ভিয়েনা কনভেনশনে বলা হয়েছে, অতিথি দেশের নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা গ্রেপ্তার, আটক বা অভিযোগ থেকে রেহাই পেতে পারেন।

এ বিভাগের আরো খবর