ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮২১জন। এ সময় রাজ্যে ৭৭ জনের করোনায় মৃত্যু হয়। রাজ্যে এ সংখ্যাই সর্বোচ্চ।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি।
নাগরিক সমাজের অভিযোগ, রাজনৈতিক দলগুলো যথেষ্ট সময় পাওয়ার পরও করোনা মোকাবিলায় ব্যবস্থা নেয়নি। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে তারা নির্বাচনী প্রচার চালিয়ে গেছে। সেই সঙ্গে প্রশাসনের গাফিলতি করোনাকে মহামারির রূপ দিয়েছে। টিকা নেই। অক্সিজেন নেই। স্বাস্থ্যকর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে।
নদীয়া চাকদহে টিকা না পেয়ে স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে, ভোট গণনার দিন রাজনৈতিক দলের প্রার্থী বা এজেন্ট করোনা নেগেটিভ সনদ দেখাতে না পারলে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। একই সঙ্গে তাদের টিকার দুটি ডোজ নেয়ার সার্টিফিকেটও দেখাতে হবে।