বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আড়াই ঘণ্টা কমিশনের নজরের বাইরে অনুব্রত

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ২৮ এপ্রিল, ২০২১ ২০:১৩

কমিশনকে লুকিয়ে তার এই হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে অনুব্রত বলেন, ‘আমি তো গৃহবন্দি নই, নজরবন্দি। আমার যেখানে খুশি আমি যাব।’

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

সেই অনুযায়ী, তার বাড়ির চারদিকে কমিশনের একজন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর ৮ জন সদস্য মোতায়েন করা হয়।

এর মধ্যেই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অনুব্রত কেন্দ্রীয় বাহিনীর সামনে দিয়ে হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যান। কেন্দ্রীয় বাহিনী অনুব্রতর গাড়ি অনুসরণ করে বটে। কিন্তু একপর্যায়ে বাহিনী অনুব্রতর গাড়ি উধাও হয়ে যায়। বোলপুর চৌরাস্তা থেকে নজরদারির বাইরে চলে যান অনুব্রত।

তিনি জেলার বিভিন্ন জায়গার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে কথা বলেন বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গের ৮ দফা ভোটের শেষ দফায় বীরভূমের ১১ আসনে ভোট। ভোট কেন্দ্রগুলোকে বাহিনীর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু সেই বাহিনীকে ফাঁকি দিয়ে সাঁইথিয়ায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকও করেন অনুব্রত।

এরপরই তিনি তারাপীঠে মন্দিরে গিয়ে পুজো দেন। আর এখানেই কমিশন নিযুক্ত নজরদারি দল অনুব্রতকে খুঁজে পায়।

তার নজরবন্দি প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘আমার কাজ আমি করব। কমিশনের কাজ কমিশন করবে।’

অনুব্রতর নজরদারি প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘এবার অনুব্রতকে নজরবন্দি করলে আদালতে যাব।’

তবে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কেউ আদালতে যাননি। এ বিষয়ে অনুব্রত বলেন, আদালতে যাওয়ার বিষয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

কমিশনকে লুকিয়ে তার এই হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে অনুব্রত বলেন, ‘আমি তো গৃহবন্দি নই, নজরবন্দি। আমার যেখানে খুশি আমি যাব।’

এ প্রসঙ্গে বিজেপি সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘ছাপ্পা ভোটের ব্যবস্থা করতে কমিশনকে লুকিয়ে বেরিয়ে গিয়েছিলেন অনুব্রত। ওকে এবার গ্রেপ্তার করে রাখা উচিত। যতক্ষণ না ভোট শেষ হচ্ছে।’

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ৮ দফা ভোটের শেষ দফার ৪ জেলার ৩৫ আসনে ভোট। কলকাতার ৭ আসনে ভোট হচ্ছে। এর মধ্যে আছে চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা কাশিপুর-বেলগাছিয়া।

ভোট হচ্ছে, অনুব্রতর গড় বীরভূমেও। বীরভূমের ভোটের নিরাপত্তায় ২২৪ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন। ২ মে অন্য ৪ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট গণনা হবে।

এ বিভাগের আরো খবর