ভারতের মহারাষ্ট্রের থানেতে একটি বেসরকারি হাসপাতালে আগুনে চার রোগীর মৃত্যু হয়েছে।
রাজ্যের রাজধানীর মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মুমব্রা শহরের কাউসাতে অবস্থিত প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে রাত ৩টা ৪০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ঘটনাস্থলে যায় পাঁচটি অ্যাম্বুলেন্স।
হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে ২০ রোগীকে, যাদের মধ্যে ৬ জন ছিলেন আইসিইউতে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, আগুনে পুড়ে গেছে হাসপাতালটির দ্বিতীয় তলা। তবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী ছিল না।
আগুন কেন লেগেছে, তা এখনও জানা যায়নি।
মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আগুন লাগার বিষয়টি জানানো হয়েছে। নিহত প্রত্যেকের স্বজনরা পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ পাবে। দগ্ধ ও আহত ব্যক্তিরা পাবে ১ লাখ রুপি করে।
মন্ত্রী আরও জানান, আগুনের কারণ জানতে শহর, পুলিশ ও চিকিৎসা কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে মহারাষ্ট্রের থানে থেকে ৫০ কিলোমিটার দূরে ভিরার এলাকায় একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা ১৪ করোনা রোগীর মৃত্যু হয়।