অক্সিজেনের অভাবে ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাট হাসপাতালে চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
স্বজনরা এ অভিযোগ করেন। ওই হাসপাতালে ৫০ থেকে ৬০ জন করোনা রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে অনেকেই অক্সিজেন না পাওয়ার অভিযোগ করেছেন। রোগীদের অভিযোগ, ওই হাসপাতালে কর্মীদের বহু আত্মীয়স্বজন ভর্তি রয়েছে। চিকিৎসকরা তাদের সেবা দিতেই ব্যস্ত।
তবে রামপুরহাট হাসপাতালের সুপার করবী বড়াল জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আপাতত অক্সিজেন সংকট নেই।
এদিকে জলপাইগুড়িতে করোনায় আক্রান্ত এক রোগী অক্সিজেনের অভাবে বাড়িতেই মারা যান। পরে প্রশাসন মৃতদেহ সরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন স্বজনরা। এ ব্যাপারে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে বহরমপুরে টিকা না পেয়ে বিক্ষোভ করেছে মানুষ। ৩০০ জনকে টিকা দেয়ার কথা থাকলেও লাইনে দাঁড়ায় দ্বিগুণ মানুষ। ঘেঁষাঘেঁষি ও ঠেলাঠেলির একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। নির্ধারিত ৩০০ জনকে টিকা দেয়ার তালিকায় নিজেকে রাখতে স্বাস্থ্যবিধি মানেননি কেউ। পরে টিকা না পেয়ে মানুষ বিক্ষোভ করে।
কলকাতা মেডিক্যাল কলেজ থেকেও একই ধরনের হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির কথা জানা গেছে। সেখানে সমস্যা হয় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার লাইনে।
এদিকে ক্যানিং পুলিশ প্রশাসনের তরফে ‘মাস্ক পরলে লজেন্স, না পরলে পুলিশের লাঠি’ অভিযানে বহু জায়গায় পুলিশ লাঠিপেটা করেছে বলে খবর পাওয়া গেছে।