করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে ভারত ছেড়েছেন দেশটির অনেক ধনী ব্যক্তি।
ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরের আগ মুহূর্তে আকাশপথে পরিবারসহ সম্পদশালী ব্যক্তিদের দেশ ছাড়ার হিড়িক পড়ে।
নিয়মিত ফ্লাইট ছাড়াও ব্যক্তিগত উড়োজাহাজ ও বিশেষ ফ্লাইটে করে দেশ ছাড়েন তারা।
বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ধনীদের অধিকাংশের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে।
এর আগে আরব আমিরাত সরকার ঘোষণা দিয়েছিল, দেশটিতে ভারত থেকে আসা সব ধরনের ফ্লাইট ২৫ এপ্রিল থেকে ১০ দিনের জন্যে স্থগিত করা হবে।
ভারতের চার্টার কোম্পানি এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিশেষ চার্টার ফ্লাইট ও ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছাড়ার জন্যে ভারতের ধনীরা রীতিমতো উন্মাদ হয়ে উঠেছেন।’
তিনি আরও বলেন, ‘দুবাইতে গত শনিবার আমাদের ১২টি ফ্লাইট ছিল। প্রত্যেকটি ফ্লাইটের সবগুলো আসন ছিল যাত্রীতে ঠাসা।’
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও বলেন, ‘এমন ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে আমরা ১৩ আসন ও ছয় আসনের ছোট দুটি উড়োজাহাজ ৫১ কোটি ৬০ লাখ রুপিতে ভাড়া করি। মুম্বাই থেকে দুবাইগামী এমন দুটি উড়োজাহাজে আসন পেতে মরিয়া হয়ে ওঠেন ভারতীয় ধনীরা।’
সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারত থেকে কমপক্ষে ১২টি বিশেষ ফ্লাইট যুক্তরাজ্যে এসেছে। এমন একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাজ্যে পাড়ি দিতে যাত্রীদের গুনতে হয়েছে ১০ কোটি ৩২ লাখ রুপির বেশি।
সংক্রমণ-মৃত্যুর রেকর্ড
টানা ষষ্ঠ দিনের মতো করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে ভারতে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে রোববার করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষের শরীরে। একই সময়ে মারা গেছে দুই হাজার ৮০৬ জন।
গত এক সপ্তাহে ভারতে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ২২ লাখ মানুষের দেহে। মৃত্যুহার বেড়েছে ৮৯ শতাংশ।
ভারতে শ্মশানগুলোতে মরদেহ পোড়ানোর জন্যও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ছবি: সংগৃহীত
করোনায় সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ভারত। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজারের বেশি মানুষের শরীরে।
প্রাণহানিতেও যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরের অবস্থান ভারতের। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার।