বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোট শুরু

  •    
  • ২৬ এপ্রিল, ২০২১ ০৮:৫৩

সব ধরনের সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন জোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। ৩৪ আসনে কেন্দ্রীয় বাহিনীর ৭৯৬ কোম্পানি সদস্য মোতায়েন করেছে কমিশন। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় আছে ৬৫৩ কোম্পানি সেনা।

পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটের দিন ২২ এপ্রিল বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি, বোমাবাজির মতো ঘটনা ঘটেছিল। ভোটের দিন প্রার্থীকে ঘিরে বিরোধীদের অবস্থান নিয়েও হয়েছে উত্তেজনা।

সেই উত্তেজনার পারদের মধ্যেই সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ৩৪টি আসনে সপ্তম দফার ভোট গ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সব ধরনের সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন জোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। ৩৪ আসনে কেন্দ্রীয় বাহিনীর ৭৯৬ কোম্পানি সদস্য মোতায়েন করেছে কমিশন। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় আছে ৬৫৩ কোম্পানি সেনা।

আনন্দবাজার, ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার আসানসোল-দুর্গাপুরে ১৫৪, দক্ষিণ দিনাজপুরে ১০৮, জঙ্গিপুরে ১০২, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে।

কলকাতা দক্ষিণের চার আসনে মোতায়েন থাকছে ৬৩ কোম্পানি বাহিনী, আর মালদহ জেলায় আছে ১২২ কোম্পানি।

ষষ্ঠ দফার মতো সপ্তম দফার ভোটেও সাড়ে ছয় শর বেশি সেক্টর অফিস থাকছে। প্রতিটি সেক্টর অফিসে একজন এসআই বা কিংবা এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। সঙ্গে আছেন চারজন করে কনস্টেবল।

সপ্তম দফায় রাজ্যের ৩৬ কেন্দ্রে ভোট হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে ১৬ মে।

দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার ৩৪ কেন্দ্রে সোমবার ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও কমিশনের ভোট গ্রহণ নিয়ে সমালোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতিতে কমিশনকে অনুরোধ করেছিলেন যেন ভোট গ্রহণ দেরিতে করা হয়। কিন্তু কমিশন সিদ্ধান্তে অনড় থেকেছে।

পশ্চিমবঙ্গে সোমবার আগের ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা জানানো হয়েছে। এমন বাস্তবতায় নির্বাচন কমিশন ভোটারদের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে কঠোর হবে বলে জানিয়েছে।

এ বিভাগের আরো খবর