করোনাভাইরাস মহামারির তীব্রতায় ভারতের গুজরাটে একটি মসজিদকে পরিণত করা হলো ৫০ শয্যার হাসপাতালে।
দেশজুড়ে রোগীর সংখ্যা হাসপাতালের ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় অস্থায়ী হাসপাতাল তৈরিতে জায়গা ছেড়ে দিচ্ছে এমন অসংখ্য প্রতিষ্ঠান।
টাইমস নাওয়ের এক প্রতিবেদনে বলা হয়, ভাদোদারা শহরের জাহাঙ্গীরপুরা এলাকার মসজিদটিকে অস্থায়ী হাসপাতাল রূপান্তরিত করা হয়েছে।
স্থানীয় হাসপাতালগুলোতে অক্সিজেন ও বেডের সংকটের কারণে রোগীদের কল্যাণে স্বেচ্ছায় এগিয়ে আসার কথা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদের এক ট্রাস্টি এ প্রসঙ্গে বলেন, এরকম একটি কল্যাণকর কাজের জন্য পবিত্র রমজান মাসের মতো ভালো সময়ও বোধহয় আর হয় না।
গুজরাটের সরকারি হাসপাতালের বাইরে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত রোগী বহনকারী অপেক্ষারত অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারির একটি ছবি প্রকাশ হয়।
বিতর্কের মুখে রাজ্য সরকার জানায়, সুষ্ঠুভাবেই রোগীদের তদারকি চলছে। তাদের সুস্থ করতে চিকিৎসক, স্বাস্থকর্মী নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রশাসনও এ বিষয়ে তৎপর। কিন্তু এটা করোনাকালীন সময় বলেই আনুষ্ঠানিকতা সেরে রোগী ভর্তি করার বিকল্প নেই। রোগীর সংখ্যা অনেক বেশি বলে এতে সময় লাগছে।
এক হাজার ২০০ শয্যার হাসপাতালটিতে ৪০টিদ বেশি অ্যাম্বুলেন্স অপেক্ষারত থাকার ছবিটি প্রকাশের পর পরিস্থিতি নিয়ে শুনানি বসে গুজরাটের উচ্চ আদালতেও।
গুজরাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে পৌনে পাঁচ লাখ মানুষ। মারা গেছেন ছয় হাজারের বেশি।
সারা ভারতে করোনায় আক্রান্ত এক কোটি ৭০ লাখ মানুষ। মহামারির এক বছরে দেশটিতে কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছেন এক লাখ ৯২ হাজারের বেশি।
করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে আছে ভারত। প্রাণহানিতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই অবস্থান দেশটির।