করোনা শনাক্তে টানা তিন দিন রেকর্ড করেছে ভারত। দেশটিতে তৃতীয় দিনে ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।
এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জনে।
করোনাভাইরাসে নতুন করে দেশটিতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন ছাড়াল।
মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে আছে দেশটির মহারাষ্ট্র ও দিল্লি। শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৭৭৩ জন, আর দিল্লিতে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে ভারতে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ লাখ ১৯ হাজার ৮৩৮ জন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই ভারতজুড়ে দেখা দেয় অক্সিজেন সংকট। শুক্রবারও দেশটির কয়েকটি হাসপাতালে অক্সিজেন সংকটে বেশ কয়েকজন রোগী মারা গেছে।
মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যের হাসপাতালগুলোতে এখন শুধুই করোনা রোগী। তীব্র সংকট রয়েছে আইসিইউ বেডের।
এরই মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে যোগ দেয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে শেষ পর্যন্ত তিনি সেই সফর বাতিল করেন।
রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে কেন্দ্র থেকে শুক্রবারই বৈঠক করেন নরেন্দ্র মোদি। সেই বৈঠকের পুরোটাই করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয় উঠে আসে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে এসেছে।
দেশটিতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। গত এক দিনে সেখানে আরও ৬৬ হাজার ৮৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। উত্তর প্রদেশে ৩৬ হাজার ৬০৫ জন, কেরালায় ২৮ হাজার ৪৪৭ জন, কর্ণাটকে ২৬ হাজার ৯৬২ এবং দিল্লিতে শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৩১ জনের শরীরে।
এ ছাড়া করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে তামিলনাডু, অন্ধ্র প্রদেশসহ কয়েকটি রাজ্যে।