করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতের চিকিৎসা সেবা। সেখানে প্রতি সেকেন্ডে চারজন করোনা সংক্রমণের শিকার হচ্ছেন।
জরুরি এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিভিন্ন ঘটনায় পদক্ষেপ না নেয়ায় প্রকাশ করেছে উদ্বেগ।
করোনা পরিস্থিতিতে ভোট প্রচার বন্ধ চেয়ে করা জনস্বার্থে করা একটি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি বলেন, ‘সার্কুলার নয়, পদক্ষেপ চাই। টিএন সেশনের কথা কমিশন কি ভুলে গেল? সেশনের কাজের দশভাগের একভাগ করে দেখান।’
আদালত প্রশ্ন তুলেছে কমিশনের চূড়ান্ত ক্ষমতা থাকা সত্ত্বেও, পুলিশ রেসপন্স টিম থাকা সত্ত্বেও কেন তারা তা ব্যবহার করছে না। বিচারপতি বলেন, ‘সার্কুলার দিয়ে জনগণের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। পদক্ষেপ চাই। প্রচারের সময় কোভিড প্রটোকল ভাঙলে মহামারি ও বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, দল বা রাজনৈতিক প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।’
এ বিষয়ে সিপিএমের শমীক লাহিড়ী বলেন, ‘হাইকোর্টের পর্যবেক্ষণ সঠিক। বিজেপি ও তৃণমূলের কেউ কোভিড প্রটোকল মেনে ভোটের প্রচার করছে না। সংযুক্ত মোর্চা অনেক আগে থেকেই করোনা বিধি মেনে চলছে।’