বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অক্সিজেন বন্ধ: মহারাষ্ট্রে ২২ কোভিড রোগীর মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ এপ্রিল, ২০২১ ০০:০১

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘বিশ্বে যেসব দেশ সবচেয়ে বেশি মেডিক্যাল অক্সিজেন তৈরি করে ভারত তার একটি। তার পরও এই পরিস্থিতি, কারণ আমাদের অক্সিজেন পরিবহনের কাঠামোই তৈরি করা হয়নি।‘ এরই মধ্যে বুধবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে তার আগের বছরের একই সময়ের তুলনায় ভারত ৭৩৪ শতাংশ বেশি অক্সিজেন রপ্তানি করেছে।

ভারতের একটি সরকারি কোভিড হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে একসঙ্গে অন্তত ২২জন রোগীর মৃত্যু হয়েছে।

বিবিসি জানায়, মহারাষ্ট্রের নাসিক শহরের জাকির হুসেইন হাসপাতালে বুধবার এ ঘটনা ঘটে।

তবে কর্মকর্তারা জানান, রোগীদের ভ্যান্টিলেটরে অন্তত ৩০ মিনিট অক্সিজেন সরবরাহ ছিল না। শহরের পৌর কমিশনার কৈলাশ যাদব বলেন, ‌‘আমরা এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেব।’

বুধবার সকালেও হাসপাতালে অন্তত ১৫০ রোগী ভর্তি ছিলেন, যাদের হয় ভেন্টিলিটরে রেখে বা চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে চিকিৎসা চলছিল। কিন্তু দুপুরের দিকে হাসপাতালের ঠিক বাইরে যখন একটি অক্সিজেন ট্যাঙ্কার থেকে তাদের স্টোরেজে গ্যাস ভরা হচ্ছিল, তখনই মারাত্মক লিকেজের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঘন সাদা ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায় - আর হাসপাতালে যে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছিল তাদের সরবরাহ বন্ধ হয়ে যায়। মারা যাওয়াদের মধ্যে ১১জন পুরুষ ও ১১ জন নারী ছিলেন।

ট্যাংকারগুলো অক্সিজেনশূন্য হয়েছে বোঝার পর হাসপাতাল কর্তৃপক্ষ সেগুলো সরিয়ে নেয়। ভারতজুড়ে প্রায় সব হাসপাতালই তীব্র অক্সিজেন সংকট চলছে।

অমল ভিয়েভহারের দাদি এই দুর্ঘটনায় মারা যান। অমল বলছিলেন, ‌‘আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।‘

ভারতের প্রধানমন্ত্রী এই ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে অভিহিত করে বলেছেন, ‘এ ঘটনা খুবই উদ্বেগজনক।‘

তবে অক্সিজেনের এই সংকটের জন্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মোদি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিশ্বে যেসব দেশ সবচেয়ে বেশি মেডিক্যাল অক্সিজেন তৈরি করে ভারত তার একটি। তার পরও এই পরিস্থিতি, কারণ আমাদের অক্সিজেন পরিবহনের কাঠামোই তৈরি করা হয়নি।‘

এরই মধ্যে বুধবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে তার আগের বছরের একই সময়ের তুলনায় ভারত ৭৩৪ শতাংশ বেশি অক্সিজেন রপ্তানি করেছে।

ভারতে করোনাভাইসের দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিনই তাদের আক্রান্তের সংখ্যা দুই লাখ পার হয়ে যায়। বুধবার এই সংখ্যা ছিল প্রায় তিন লাখ। দেশটিতে এরই মধ্যে শুধু অক্সিজেন নয় প্রয়োজনীয় ওষুধের ঘাটতিও তৈরি হয়েছে।

ভারতে যে চারটি রাজ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ মহারাষ্ট্র তার অন্যতম। বাকি রাজ্যগুলো হচ্ছে দিল্লি, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ।

এ বিভাগের আরো খবর