বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গের ভোটে গন্ডগোল, ফাঁকা গুলি

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ১৭ এপ্রিল, ২০২১ ১৭:২২

বিজিপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছে। বিভিন্ন বুথে আবার গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির পর এবার দেগঙ্গা। অবাঞ্ছিত জমায়েত হটাতে শূন্যে গুলি ছোড়া হয়।

ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনে পঞ্চম দফার ভোটে ছয়টি জেলার ৪৫টি আসনে ৩৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে গন্ডগোলের খবর পাওয়া যায়।

কালিন্দীর তৃণমূল প্রার্থী সুজিত বসুকে কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বাহিনীর সঙ্গে সুজিত বসুর কথা-কাটাকাটি হয়।

কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বাহিনী বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এ নিয়ে বাহিনীর সঙ্গে মদন মিত্রের বচসা হয়। বাহিনী মদন মিত্রকে সার্চ করতে চাইলে তিনি বলেন, ‘ডোন্ট টাচ মি, আই অ্যাম মদন মিত্র।’

মদন মিত্রের ভোটকেন্দ্রের বুথের মধ্যে খাদ্যসাথী পোস্টার দেখা যায়। অথচ ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো পোস্টার থাকার কথা নয়। এটা নির্বাচনি বিধিভঙ্গের মধ্যে পড়ে। বিজেপির তরফে এ নিয়ে কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

শান্তিপুরে বিজেপি এজেন্টের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ বর্ধমানের দুবরাজদীঘিতে বিজেপি এজেন্টকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে।

কল্যাণীর গয়েশপুরের বকুলতলায় বিজেপি কর্মী-সমর্থকদের দোকান ও বাড়ি ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

নদীয়ার শান্তিপুরে ৭১ নম্বর বুথে ভোট দিতে না দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, ‘ভোট দিতে দেবেন না এত বড় সাহস পায় কোথায়!’ তৃণমূল অবশ্য এই অভিযোগও অস্বীকার করেছে।

১৮টি গাড়ির কনভয় নিয়ে বুথ পরিদর্শনে আসার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের বিরুদ্ধে। বরানগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস রায় এই ঘটনায় কমিশনে অভিযোগ জানিয়েছেন।

পার্নো মিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। তারা পার্নোর গো ব্যাক স্লোগানও দেন।

সল্টলেকের নয়াপট্টিতে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুলি চালানোর হুমকির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। সব্যসাচী দত্ত বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে।

অন্যদিকে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু বলেন, সব্যসাচী দত্তর উসকানিতেই যত গন্ডগোল। এদিকে কমিশন এই ঘটনার প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে।

বিধান নগরের শান্তিনগরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ বাঁধে এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ । শুরু হয় ইটবৃষ্টি। দুই পক্ষের কমপক্ষে ৮ জন আহত হন। নির্বাচন কমিশন এই ঘটনার প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে।

মিনাখা তেলিনিপারা বিজেপির নির্বাচনি এজেন্টকে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ভানু ভূঁইয়া নামের ওই এজেন্টকে খুঁজে পাওয়া গেছে। তিনি বিজেপি প্রার্থীর সঙ্গেই ছিলেন।

ধুপগুড়ির ১৬ নম্বর বুথে মাথা ফাটল এক ভোটারের। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিজেপির আক্রমণের শিকার হন বলে অভিযোগ তৃণমূলের। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। এলাকায় বিশাল কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে ।

সন্দেশখালির পোড়ামাটির ২২৮ নম্বর বুথে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমানের মেমারিতে ভোটারদের ভোট দিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

বৈধ কাগজ থাকা সত্ত্বেও হিঙ্গলগঞ্জের ১১৪ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। পরে পুলিশের সাহায্যে ওই এজেন্ট বুথের ভেতরে প্রবেশ করতে পারে।

খড়দহ বুথের ভেতর বিজেপি এজেন্টকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতা জয়ন্ত দাসের বিরুদ্ধে। বিজেপি খড়দহ থানায় অভিযোগ করেছে। বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় ঘটনার প্রতিবাদে প্রতীকী অনশনে বসেছেন।

আবার গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির পর এবার দেগঙ্গা। অবাঞ্ছিত জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি ছোড়ে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। নির্বাচন কমিশন ঘটনার প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে।

রাজ্যে পঞ্চম দফা ভোটে ৬ জেলার ৪৫ আসনে বেলা ৩টা পর্যন্ত ৬৯ দশমিক ৪০ শতাংশ ভোট পড়েছে।

এ বিভাগের আরো খবর