বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজেপি বকধার্মিক, দাঙ্গাবাজ: মমতা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ এপ্রিল, ২০২১ ২৩:০১

শনিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা। নির্বাচনি প্রচারে নেমে মমতা ও অমিত শাহ ছুটেছেন বিভিন্ন এলাকায়।

পঞ্চম দফায় শনিবার পশ্চিমবঙ্গের ছয়টি জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ। এবার নির্বাচনি সহিংসতা কমিশনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই পরবর্তী চার দফার ভোট নির্বিঘ্ন করাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

শুক্রবার নবদ্বীপে ভোট প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের উৎসব। হিংসার নিন্দা করি।’

তিনি আরও বলেন, ‘বিজেপির প্ররোচনায় পা দেবেন না। বিজেপি ছদ্মবেশী বকধার্মিক। এদের সামনে এক, পেছনে আর এক। দাঙ্গা লাগানোই এদের কাজ।’ তিনি বলেন, ‘হিন্দু মুসলিম বিভেদ ছড়াচ্ছে বিজেপি।’

পাশাপাশি নদিয়ার তেহট্টে রোড শোতে অংশ নিয়ে বিজেপি নেতা অমিত শাহ বলেন, ‘২ মে ভাইপোর কল্যাণকারী সরকারের বিদায়ের দিন। বাংলায় অনুপ্রবেশ রুখতে ব্যর্থ তৃণমূল সরকার।’

তিনি অভিযোগ করেন, ‘অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে। তৃণমূল কংগ্রেস সরকার থাকলে মতুয়ারা নাগরিকত্ব পাবেন না।’ শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে।’

শুক্রবার কৃষ্ণনগরে বিজেপি নেতা মুকুল রায়ের সমর্থনে রোড শো করেন অমিত শাহ।

নদিয়ার গাংনাপুরে বিজেপির যুব সভাপতি ভাস্কর ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রানাঘাটের তৃণমূল প্রার্থী বর্ণালী দে অবশ্য বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন।

শীতলকুচি কান্ডে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় সিআইডির কাছে তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। ৫ মের মধ্যেই সিআইডিকে ওই প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।

এদিকে শীতলকুচি কান্ডের ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির দাবি শীতলকুচির সহিংসতা পূর্বপরিকল্পিত। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেত্রী শীতলকুচি কান্ডের জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেন।

শীতলকুচি কান্ডের তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে দুটি এফআইআর হয়েছে, তার একটি তৃণমূল কংগ্রেসের তরফে করা। কমিশন অবশ্য ইতোমধ্যে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। শীতলকুচি নিয়ে কমিশন সতর্ক। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিআইডি।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে হবে শনিবারের ভোট। ভোট গ্রহণের ৭২ ঘণ্টা আগে সব কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুথের দায়িত্বে থাকছে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সঙ্গে রাজ্য পুলিশ।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘এবারের নির্বাচন বাংলার মা বোনদের ইজ্জত রক্ষার লড়াই। বাংলার সম্মান রক্ষার লড়াই।’

নদিয়ার নবদ্বীপে ভোট প্রচারে মমতা আরও বলেন, ‘বাংলা দিল্লির কথা শুনে চলবে না। বাংলায় এনআরসি হতে দেব না।’

নবদ্বীপ ছাড়া ও উত্তর চব্বিশ পরগনার হাবড়া, জগদ্দলে ভোটের প্রচার করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। ওরা দাঙ্গাবাজদের দল। আমরা সরকারে এলেই তবেই সব বিনামূল্যে পাবেন।’

উত্তর চব্বিশ পরগনার খড়দহেও ভোট প্রচার করেন বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে, বিনামূল্যে যাতায়াতের সুবিধা মিলবে।’

আত্মবিশ্বাসের সঙ্গে শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে এবার বিজেপি ২০০-র বেশি আসনে জিতবে।’

এ বিভাগের আরো খবর