বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পঞ্চম দফার ভোটের প্রচারে মমতা ও জয়া

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ১৬ এপ্রিল, ২০২১ ০০:৫৩

১৭ এপ্রিল শনিবার পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা, অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে। মালদার ইংরেজবাজারে রোড শো করেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। নৈহাটিতে রোড শো করেন বিজেপি নেতা ও বলিউড তারকা মিঠুন চক্রবর্তী।

ভোট প্রচারের পারদ চড়ছে। রাজনৈতিক দলগুলো একে অপরকে টেক্কা দিতে জান কবুল লড়াই করছে ।

বৃহস্পতিবার কলকাতার পথে হুইলচেয়ারে বসে রোড শো করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে কিছুক্ষণের জন্য হাঁটেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন।

মালদার ইংরেজবাজারে রোড শো করেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। নৈহাটিতে রোড শো করেন বিজেপি নেতা ও বলিউড তারকা মিঠুন চক্রবর্তী।

১৭ এপ্রিল শনিবার পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা, অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে।

বীরভূমের নানুরে সংযুক্ত মোর্চা প্রার্থী শ্যামলী প্রধানের হাত কেটে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শেখ নূরমানের বিরুদ্ধে। মালদার চাঁচলে বিজেপি ভোটারদের হুমকি দেয়ারও অভিযোগের তীর তৃণমূলের দিকে ।

বাগবাজারে এক শোভাযাত্রায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘দোসরা মের পর তৃণমূলের সব হুমকি বন্ধ হয়ে যাবে।’

নৈহাটিতে মিঠুন চক্রবর্তী বলেন, ‘তৃণমূল সরকারের ওপর মানুষের রাগ বেরিয়ে আসছে। ভোটের বাক্সে এর জবাব মিলবে।’

মালদার ইংরেজবাজারে স্মৃতি ইরানি বলেন, ‘বাহিনী আর কমিশনের দোষ ধরা তৃণমূলের সংস্কৃতি। দিদির সিন্ডিকেটরাজ চলছে, কাটমানি খাচ্ছে, দিদি ভাইপো। কৃষকরা বঞ্চিত। এবার দিদির বিদায় নিশ্চিত।’

নবদ্বীপে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ভাঙা পা দেখিয়ে, ভোট চাইছেন মমতা।’

হুইলচেয়ারে বসে তিনটি বিধানসভা কেন্দ্র, বেলেঘাটা, চৌরঙ্গী, মানিকতলা মিছিল করেন তৃণমূল নেত্রী। তৃণমূল কর্মী, সমর্থক প্রার্থীরাও ছিলেন। পরেশ পাল, সাধন পান্ডে, নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তৃণমূল নেত্রী বলেন, ‘বহিরাগতদের জন্য রাজ্যে কোভিডের বাড়বাড়ন্ত। এর জন্য দায়ী বিজেপি।’

এ বিভাগের আরো খবর