বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিভো ফোনের চালানে আগুন

  •    
  • ১৫ এপ্রিল, ২০২১ ১৪:৪৫

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ফোনের ব্যাটারি দাহ্য পদার্থ দিয়ে তৈরি। এর আগেই তারা আগুন লাগার এমন ঘটনা দেখেছে। তারা ভিভো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা বের করার চেষ্টা করছে। তার আগে পরিবহনের জন্য বিমানবন্দরে ভিভো ফোন নিষিদ্ধ করা হয়েছে।

হংকংয়ের একটি বিমানবন্দরে কারগো বিমানে তোলার আগে ভিভো স্মার্টফোনের চালানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

কারগোতে তোলার আগে হ্যাঙ্গারে হঠাৎ করে একটি চালানে আগুন লাগে। ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এরপরই জানানো হয়, আপাতত ওই বিমানবন্দরে ভিভো ফোন পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডের বরাতে বলা হয়েছে, ভিভো ওয়াই ২০ মডেলের ফোন ও অ্যাক্সেসরিজের একটি চালান কারগোতে করে হংকং থেকে সিঙ্গাপুরে নেয়ার জন্য বিমানবন্দরে নেয়া হয়। সেখানে তিনটি বড় প্যাকেটে প্যাকেজিং করা ছিল। যার একটিতে ভোর ৫টা ৮ মিনিটে হঠাৎ করেই আগুন লাগে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, তারা হ্যাঙ্গারে থাকা ভিভো স্মার্টফোনের একটি প্যাকেটে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ৪০ মিনিট পর গিয়ে আগুন নেভায়। এর মধ্যে প্যাকেটের বেশির ভাগ ফোন পুড়ে গেছে।

আগুন লাগার পর কারগো ফ্লাইটটি পিছিয়ে ৬টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ফোনের ব্যাটারি দাহ্য পদার্থ দিয়ে তৈরি। এর আগেই তারা আগুন লাগার এমন ঘটনা দেখেছে। তারা ভিভো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বের করার চেষ্টা করছে। তার আগে পরিবহনের জন্য বিমানবন্দরে ভিভো ফোন নিষিদ্ধ করা হয়েছে।

অ্যান্ড্রয়েড অথোরিটির এক ইমেইলে ভিভো এক বিবৃতিতে বলেছে, ‘আমরা গত ১১ এপ্রিল হংকং এয়ারপোর্টে ভিভোর ফোনে আগুন লাগার ঘটনা জেনেছি। এর কারণ অনুসন্ধানে আমরা উচ্চপর্যায়ের একটি কমিটি করেছি। তারা এর সব দিক খুঁজে দেখতে কাজ শুরু করেছে।’

বিমানবন্দরে ভিভো ফোনে হঠাৎ আগুন লাগার কয়েকটি ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো খুব ছোট। সেখানে আগুনে ফোনের প্যাকেট জ্বলতে দেখা গেছে।

যে ছবিগুলো ছড়িয়েছে সেখানে পুড়ে যাওয়া ফোন ও কিছু আধা পোড়া ফোনের প্যাকেট দেখা গেছে।

এ বিভাগের আরো খবর