বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরোপ-আমেরিকায় বন্ধ জনসনের টিকা

  •    
  • ১৪ এপ্রিল, ২০২১ ১৩:২৩

করোনার অন্যান্য দুই ডোজের টিকার বিপরীতে জনসন অ্যান্ড জনসনের টিকা এক ডোজের হওয়ায়, সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ এবং প্রত্যন্ত ও উষ্ণ অঞ্চলে পরিবহনযোগ্য বলে এটি নিয়ে আশাবাদী ছিল অনেক দেশ। অনুমোদনের আগেই শুধু যুক্তরাজ্য টিকাটির তিন কোটি ডোজ কেনার চুক্তি করেছে।

রক্ত জমাট বাঁধার ঘটনায় যুক্তরাষ্ট্রের পর জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান সাময়িক বন্ধ করেছে দক্ষিণ আফ্রিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) জানিয়েছে, এ পর্যন্ত ৬৮ লাখের বেশি মানুষ নিয়েছেন এক ডোজের টিকাটি। এদের মধ্যে ছয়জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন মারা গেছেন; আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরেকজন।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া অধিক সংক্রামক ও প্রাণঘাতী ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস প্রতিরোধে এটি কার্যকর বলে জানা গিয়েছিল প্রাথমিক গবেষণায়। ফলে সরকারিভাবে জনসনের টিকা প্রয়োগ প্রথম শুরুও হয় দক্ষিণ আফ্রিকাতেই। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দেশটিতে এ টিকা নিয়েছেন প্রায় তিন লাখ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

দক্ষিণ আফ্রিকায় এ টিকায় এখনও রক্ত জমাট বাঁধা বা অন্য কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার খবর না মিললেও টিকাটি প্রয়োগ স্থগিত করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে টিকাদান শুরুর সপ্তাহ পার না হতেই কর্মসূচি স্থগিত করেছে জনসন।

করোনার অন্যান্য দুই ডোজের টিকার বিপরীতে জনসন অ্যান্ড জনসনের টিকা এক ডোজের হওয়ায়, সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ এবং প্রত্যন্ত ও উষ্ণ অঞ্চলে পরিবহনযোগ্য বলে এটি নিয়ে আশাবাদী ছিল অনেক দেশ। অনুমোদনের আগেই শুধু যুক্তরাজ্য টিকাটির তিন কোটি ডোজ কেনার চুক্তি করেছে।

কানাডা এই টিকার এক কোটি ডোজ কেনার অগ্রিম চুক্তি করেছে এবং এই মাসের শেষে দেশটিতে প্রথম দফায় কিছু অংশ পৌঁছাবে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, টিকা কেনার প্রক্রিয়া চলমান থাকলেও এটি প্রয়োগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।

যুক্তরাষ্ট্রে জনসনের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বেঁধেছে যাদের, তারা সবাই নারী এবং বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। টিকা নেয়ার ৬ থেকে ১৩ দিনের মধ্যে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দেয় তাদের।

জনসন মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রসাধন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। বেলজিয়ামে প্রতিষ্ঠানটির ফার্মাসিউটিক্যাল শাখা জ্যানসেন করোনাভাইরাস প্রতিরোধে টিকা উদ্ভাবনে কাজ করেছে।

গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র জনসন অ্যান্ড জনসনের টিকায় অনুমোদন দিলেও এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকাই বেশি প্রয়োগ হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের যত মানুষ এ পর্যন্ত করোনার টিকার আওতায় এসেছেন, তাদের মাত্র তিন শতাংশ নিয়েছেন জনসনের ডোজ।

জনসনের বিবৃতি

টিকাগ্রহীতাদের রক্ত জমাট বাঁধা নিয়ে এক বিবৃতিতে জনসন জানিয়েছে, সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য পর্যালোচনা চলছে। টিকা প্রয়োগের পরে রক্তনালিতে রক্ত জমাট বাঁধা এবং করোনায় আক্রান্তদের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত জনসনের করোনা প্রতিরোধী টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

এর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালসের গবেষণালব্ধ দুই ডোজের টিকাতেও একই রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এর ফলে এটির প্রয়োগও সীমিত করেছে অনেক দেশ।

এ বিভাগের আরো খবর