বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নন্দীগ্রামে ক্লিন বোল্ড দিদি: মোদি

  •    
  • ১২ এপ্রিল, ২০২১ ১৬:৫৪

ক্রিকেটের পরিভাষা ব্যবহার করে বর্ধমানের সমাবেশে মোদি বলেন, ‘বাংলার মানুষ এত বেশি বাউন্ডারি ও ছক্কা মেরেছে যে, বিধানসভার প্রথম চার ধাপের নির্বাচনে সেঞ্চুরি হাঁকিয়েছে বিজেপি। কেবল অর্ধেক খেলা হয়েছে। এরই মধ্যে জনগণ তৃণমূলকে নিশ্চিহ্ন করে দিয়েছে।’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দোপাধ্যায় ক্লিন বোল্ড হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদি।

রাজ্যের বর্ধমানে সোমবার নির্বাচনি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গে বিধানসভার ২৯৪টি আসনে ২৭ মার্চ থেকে শুরু হওয়া আট ধাপের ভোট চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। প্রথম চার ধাপে ভোট গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পশ্চিমবঙ্গ, অসম, কেরালা ও তামিলনাড়ু রাজ্যে বিধানসভার নির্বাচন উপলক্ষে প্রচারে নেমেছেন মোদি। ক্রিকেটের পরিভাষা ব্যবহার করে বর্ধমানের সমাবেশে মোদি বলেন, ‘বাংলার মানুষ এত বেশি বাউন্ডারি ও ছক্কা মেরেছে যে, বিধানসভার প্রথম চার ধাপের নির্বাচনে সেঞ্চুরি হাঁকিয়েছে বিজেপি। কেবল অর্ধেক খেলা হয়েছে। এরই মধ্যে জনগণ তৃণমূলকে নিশ্চিহ্ন করে দিয়েছে।’

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার একসময়ের মিত্র তৃণমূলের সাবেক নেতা শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজেপির হয়ে নন্দীগ্রাম থেকে লড়ছেন। শুভেন্দুকে হারাতে নিজ এলাকা ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে ভোটে দাঁড়ান মমতা। ১ এপ্রিল ওই আসনে নির্বাচন হয়।

নন্দীগ্রাম আসনের প্রতি ইঙ্গিত করে মোদি বলেন, ‘নন্দীগ্রামের মানুষ দিদিকে (মমতা) ক্লিন বোল্ড করেছে। পুরো দল নিয়ে দিদিকে মাঠ ছাড়তে বলেছে তারা।’

মমতার উদ্দেশে তিনি বলেন, ‘দিদি, ও দিদি, আপনার রাগ কমাতে চাইলে আমি এখানে আছি। যত খুশি গালি দিন। কিন্তু বাংলার মর্যাদা ও ঐতিহ্যকে অপমান করবেন না।

‘আপনার ঔদ্ধত্য, চাঁদাবাজি বাংলা আর সহ্য করবে না। মানুষ আজ প্রকৃত পরিবর্তন চায়।’ নির্বাচনের চতুর্থ ধাপে ১০ এপ্রিল কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জন নিহত হয়। ওই ঘটনার জন্য মমতাকে দায়ী করেন মোদি।

তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মানুষকে উসকে দিয়েছিলেন মমতা।

দলিতদের ভিখারীর সঙ্গে তুলনা করে তৃণমূল কংগ্রেসের এক নেতা যে মন্তব্য করেছেন, সমাবেশে দেয়া বক্তব্যে তার সমালোচনা করেন মোদি।

তিনি বলেন, ‘দিদি নিজেকে রয়েল বেঙ্গল টাইগার বলেন। আপনারাই বলেন, তার অনুমতি ছাড়া এমনটা কেউ বলতে পারেন?

‘এ ধরনের মন্তব্যে বাবাসাহেব ভিমরাও আমবেদকারের আত্মা আহত হয়। দিদি, দলিতদের অপমান করে আপনি সবচেয়ে বড় ভুল, বড় পাপ করেছেন।’

মোদি বলেন, ‘দিদি জানেন, ভোটের মাধ্যমে কংগ্রেস একবার পরাজিত হয়েছে; তাদের পক্ষে ক্ষমতায় আসা আর সম্ভব না।

‘ক্ষমতা থেকে বামদের সরানো হয়েছে; তারাও আর ফিরতে পারবে না। পরাজয়ের পর আপনিও (মমতা) ক্ষমতায় আর আসতে পারবেন না।’

পশ্চিমবঙ্গে ১৭, ২২, ২৬ ও ২৯ এপ্রিল আরও চার ধাপে ভোট হবে। নির্বাচনের ফল ঘোষণা হবে ২ মে।

এ বিভাগের আরো খবর