করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৩০ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিকল্প টিকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বেশ কিছু দিন থেকেই রক্ত জমাট বেঁধে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। ইউরোপের বহু দেশ এরই মধ্যে এই টিকার ব্যবহার নিষিদ্ধ করলেও বিষয়টি নিয়ে এত দিন নীরব ছিল যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের সরকারি ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) পর্যালোচনায় দেখা গেছে, যুক্তরাজ্যে মোট দুই কোটি মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। মার্চের শেষ পর্যন্ত টিকা নেয়ার পর ৭৯ জনের মধ্যে বিরল রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দেয়। এদের মধ্যে ১৯ জন মারা গেছে।
সংস্থাটি জানায়, তার মানে এই নয় যে, টিকার কারণেই রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটছে। তবে দুটির মধ্যে সংযোগ ক্রমেই দৃঢ় হচ্ছে।
রক্ত জমাট বাঁধার বিষয়টি দুই-তৃতীয়াংশ ক্ষেত্রেই ঘটেছে নারীদের ক্ষেত্রে। আর মারা যাওয়া ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৭৯ বছরের মধ্যে।
ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা সম্প্রতি এই টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধার বিষয়টি উল্লেখ করে। তবে টিকা থেকে যে সুরক্ষা পাওয়া যাবে তা ঝুঁকির চেয়ে অনেক বেশি। ইউরোপের কিছু দেশ এরই মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এমএইচআরএ’র প্রধান নির্বাহী ডা. জুন রেইনে বলেন, এই পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত বিরল। টিকার কারণেই রক্ত জমাট বাঁধছে কিনা তা নিয়ে গবেষণা চলছে। ঝুঁকি ও সুরক্ষার মধ্যে ভারসাম্য করতে গেলে দেখা যাবে পাল্লা দ্বিতীয়টির দিকে ঝুঁকে আছে।
তবে তিনি আরও বলেন, জনগণের সুরক্ষাই আমাদের কাছে সর্বাধিক অগ্রধিকার পাবে।
এমএইচআরএ’র এই পর্যালোচনার পর যুক্তরাজ্য সরকারের স্বতন্ত্র টিকা বিষয়ক উপদেষ্টা সংস্থা জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জেসিভিআই) ১৮ থেকে ২৯ বছর বয়সীদের জন্য বিকল্প টিকার ব্যবস্থা করার পরামর্শ দেয়।
জেসিভিআইয়ের অধ্যাপক লিম উই শেন বলেন, উদ্বেগ নয়, বরং সতর্কতা থেকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এমএইচআরএ জানিয়েছে, যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা দ্বিতীয় ডোজের টিকাও নির্ভয়ে নিতে পারেন। তবে যাদের রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দিয়েছিল তারা টিকা নেয়া থেকে বিরত থাকবেন।
যাদের রক্তে কোনো ধরনের সমস্যা রয়েছে এবং রক্ত জমে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের উচিত টিকা নেয়ার আগে তাদের চিকিৎসকের সঙ্গে কথা বলা দেখা।
এ ছাড়া যারা প্রথম ডোজের টিকা নেয়ার পর চার দিন বা তার চেয়েও বেশি সময় ধরে মাথা ব্যথা, অস্পষ্ট দৃষ্টি বা বিহ্বলতায় ভুগছেন অথবা যারা ত্বকে র্যাশ, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অনুভব করছেন তদের উচিত চিকিৎসকদের সহায়তা নেয়া।
ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার অধ্যাপক জনাথন ভ্যান-টাম বিষয়টিকে ‘সংশোধনী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের পরিবর্তন খুবই স্বাভাবিক।