করোনাভাইরাসের টিকা না নিলে ওমরাহ পালন করা যাবে না বলে জানিয়েছে সৌদি আরব।
স্থানীয় সময় সোমবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
পবিত্র রমজান মাসের শুরু থেকেই ওমরাহ পালন করে থাকেন মুসলমানরা।
বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুই ডোজ নেয়া, ওমরাহতে অংশ নেয়ার কমপক্ষে ১৪ দিন আগে প্রথম ডোজ নেয়া অথবা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সেরে ওঠা ব্যক্তিরা মক্কায় যেতে পারবেন।
করোনাকালীন স্বাস্থ্যবিধি অক্ষুণ্ন রেখেই কাবার ধারণক্ষমতা অনুযায়ী হজযাত্রীদের ঢুকতে দেয়া হবে বলে জানিয়েছে রিয়াদ। যদিও এ বিষয়ক নীতিমালা কী হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি।
হজের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর থাকবে কি না, তা-ও জানা যায়নি।
সৌদি আরবে করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় চার লাখ মানুষের দেহে। ভাইরাসটিতে মৃত্যু হয়েছে প্রায় সাত হাজার মানুষের।
সাড়ে তিন কোটি জনসংখ্যার দেশটিতে টিকার এক বা দুই ডোজ নিয়েছেন ৫০ লাখের বেশি মানুষ।
মহামারির কারণে ২০২০ সালে সৌদিতে স্মরণকালের সবচেয়ে ছোট পরিসরে হজ হয়। দেশটিতে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয়া হয়।
আগের বছরও মুসলিমদের সর্ববৃহৎ এ আয়োজনে অংশ নেন সারা বিশ্বের ২৫ লাখ মানুষ।
অবস্থার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের হজমন্ত্রীর পদে রদবদল করেন বাদশাহ সালমান। ডিক্রি জারি করে সাবেক মন্ত্রী মোহাম্মদ বেনতেনের স্থলাভিষিক্ত করেন ইরাম বিন সাইদকে।
ফেব্রুয়ারিতে সৌদি প্রেস এজেন্সি জানায়, গত অক্টোবরে করোনাকালীন নীতিমালা শিথিলের পর থেকে পাঁচ মাসে ওমরাহ করেছেন প্রায় ২০ লাখ মানুষ। এ সময়ে কাবা শরিফে নামাজ পড়েছেন আরও ৫০ লাখ মুসল্লি।
টিকা নেয়ার প্রমাণপত্র
বিশ্বের প্রায় সব দেশে করোনাভাইরাসের টিকা কার্যক্রম চলছে। এ অবস্থায় ভ্রমণ ও অন্যান্য উদ্দেশ্যে বিদেশযাত্রা স্বাভাবিক করতে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ বা সনদের ধারণা নিয়ে চলছে বিতর্ক। এক দেশ থেকে অন্য দেশে যেতে ব্যক্তির টিকা গ্রহণের তথ্য যাচাই করা হবে এই সনদের মাধ্যমে।
গত মাসে নিজ নাগরিকদের জন্য এ ধরনের একটি ডিজিটাল স্বাস্থ্য সনদ কর্মসূচি চালু করেছে চীন। এতে ভ্যাকসিন পাসপোর্টধারীর টিকা গ্রহণের সবশেষ হালনাগাদ তথ্য, ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফলের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
যুক্তরাজ্যেও করোনাভাইরাসের টিকা নেয়ার প্রমাণপত্র দেখিয়ে রেস্তোরাঁ, পাব, খেলাধুলার আয়োজনের মতো জনসমাগমের জায়গাগুলোতে প্রবেশের নিয়ম করার ব্যাপারে ভাবছে ব্রিটিশ সরকার। বিষয়টি নিয়ে বিতর্ক চলছে পার্লামেন্টেও।
সৌদি আরবে মক্কাগামীদের টিকা গ্রহণের প্রমাণপত্র হিসেবে কী দেখাতে হবে, তা স্পষ্ট করেনি রিয়াদ।