বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের সঙ্গে সম্পর্ক পর্যালোচনায় বৈঠকে ইমরান

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ১৬:৩৮

ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে সম্প্রতি কিছু উন্নয়ন ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে উভয় দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক পর্যালোচনা করবেন ইমরান।

ভারতের সঙ্গে সম্পর্ক পর্যালোচনায় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জিও নিউজের প্রতিবেদনে শুক্রবার বলা হয়েছে, উচ্চপর্যায়ের এই বৈঠকে ইমরান নিজেই সভাপতিত্ব করছেন। এতে উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারত ও পাকিস্তানের সম্পর্কে সম্প্রতি কিছু উন্নয়ন ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে উভয় দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে সামগ্রিক পর্যালোচনা করবেন ইমরান।

ওয়াগা সীমান্ত দিয়ে ভারত থেকে চিনি ও তুলা আমদানি করা নিয়ে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেও শুক্রবার বৈঠকের দিন ধার্য করা হয়।

২৩ মার্চ পাকিস্তান দিবসে শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইচ্ছা প্রকাশ করে ইমরানকে চিঠি পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠির জবাবে ইমরান বলেন, পাকিস্তানও ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। এরপর থেকেই দেশ দুটির মধ্যে সম্পর্কের কঠিন বরফ গলতে শুরু করে।

১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর কাশ্মীর ইস্যুতে অনেকবার বিবাদে জড়িয়েছে ভারত-পাকিস্তান। যুদ্ধ হয়েছে তিনবার। কিছুদিন আগেও কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ানোর উপক্রমে পৌঁছে গিয়েছিল দেশ দুটি।

বিগত বছরগুলোতে কাশ্মীর ইস্যুর সমাধানে দেশ দুটির শান্তি আলোচনা নিয়ে কিছু প্রচেষ্টা দেখা গেলেও সেসব বাস্তব মুখ দেখেনি একবারও। বরং উভয় দেশকে নির্বাচনের সময় কাশ্মীর বিষয়টিকে ব্যবহার করতে দেখা যায়। বিশ্লেষকেরা বলছেন, ভারত-পাকিস্তানকে শান্তির টেবিলে ফেরাতে নেপথ্যে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত

অবশ্য, ভারত-পাকিস্তানে শান্তি ফেরানোর প্রক্রিয়াটা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে সম্মিলিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এখানে জড়িত অনেকগুলো দেশের স্বার্থ।

সম্প্রতি ভারত নিয়ে পাকিস্তানের সরকারপ্রধান ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তার ইতিবাচক মন্তব্যের পর দেশটির প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছাবার্তা পাঠান মোদি।

এর আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন ইমরান। তবে সে ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ভারতকেই নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি।

ইমরানের ওই বক্তব্যের পর কাশ্মীর অঞ্চলকে ঘিরে শান্তিপূর্ণ সমাধান ও শান্তি আলোচনার আহ্বান জানান পাকিস্তানের অত্যন্ত প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

এ বিভাগের আরো খবর