বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অসমে ‘ইভিএম চুরির’ চেষ্টা বিজেপির

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ১৩:৩২

অসমের কংগ্রেসের নেতা গৌরব গগই টুইটবার্তায় বলেন, ‘বিজেপি অসমে কেবল ইভিএম লুট করেই জিততে পারে। নির্বাচন কমিশনের নাকের ডগায় এসব হচ্ছে। গণতন্ত্রের জন্য দুঃখজনক দিন আজ।’

ভারতের অসমে বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচন শেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নির্বাচন কমিশনের গাড়ির পরিবর্তে বিজেপি প্রার্থীর গাড়িতে নেয়ার ঘটনায় রাজ্যে সহিংসতা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়েছে পুলিশ। অভিযোগ উঠেছে, ইভিএম ‘চুরি করতে’ চেয়েছিল ক্ষমতাসীন বিজেপি।

রাজ্যের বরাক উপত্যকা অঞ্চলে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ব্যক্তিগত ওই গাড়ি ঘিরে থাকা বিরোধী দলের বিপুলসংখ্যক সমর্থককে সরাতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় লাঠিচার্জও করা হয়। গাড়িটি অসমের করিমগঞ্জ জেলার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থীর। ইভিএম ও নির্বাচন কর্মকর্তারা অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার অসমে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৭৭ শতাংশেরও বেশি ভোট পড়েছে। ভোট ঘিরে ওই দিন রাজ্যে বিক্ষিপ্ত কিছু সহিংসতাও হয়েছে।

ভোট শেষে করিমগঞ্জের রতনারি আসনে নির্বাচন কমিশনের গাড়িতে চড়ে ইভিএম নিয়ে স্ট্রং রুমের দিকে রওনা হয় ভোট কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের একটি দল। পথে গাড়িটি বিকল হয়ে পড়লে বিকল্প গাড়ির জন্য সেক্টর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন প্রিজাইডিং কর্মকর্তা।

একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, করিমগঞ্জ জেলার পাথরকান্ডি আসনের বিজেপির প্রার্থীর গাড়িতে চড়ে বসে নির্বাচন কর্মকর্তাদের দলটি। এর কারণ পরিষ্কারভাবে জানা যায়নি।

স্ট্রং রুমের (যেখানে মূল্যবান জিনিসপত্র রাখা হয় ) কাছে পৌঁছালে বিরোধী দলের সমর্থকেরা গাড়িটি চিনতে পেরে এর ওপর হামলা চালান। গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা ওই সময় পালিয়ে যান।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, উত্তেজিত লোকজনদের সরাতে এবং গাড়ি, ইভিএম ও নির্বাচন কর্মকর্তাদের রক্ষায় জেলা প্রশাসনকে পুলিশের সহায়তা নিতে হয়।

ওই ঘটনাকে বিজেপির ‘ইভিএম চুরি’ হিসেবে উল্লেখ করেছেন অসমের কংগ্রেসের নেতা-কর্মীরা। দলটির অসমের নেতা গৌরব গগই টুইটবার্তায় বলেন, ‘বিজেপি অসমে কেবল ইভিএম লুট করেই জিততে পারে। নির্বাচন কমিশনের নাকের ডগায় এসব হচ্ছে। গণতন্ত্রের জন্য দুঃখজনক দিন আজ।’

কংগ্রেসের মিত্র অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) নেতা মওলানা বদরুদ্দিন আজমল টুইটবার্তায় বলেন, ‘মেরুকরণ, ভোট কেনা, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অস্পষ্ট অবস্থানসহ অন্যান্য কারসাজি ব্যর্থ হওয়ার পর ইভিএম চুরিই বিজেপির শেষ অবলম্বন।’

এ বিভাগের আরো খবর