বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রক্তস্নানের সামনে মিয়ানমার: জাতিসংঘের দূত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ এপ্রিল, ২০২১ ১০:৪৬

জাতিসংঘের দূত মনে করছেন, মিয়ানমারের চলমান পরিস্থিতিতে দেশটিতে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তাই এখনই ব্যবস্থা নিতে হবে নিরাপত্তা পরিষদকে।

সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারে রক্তস্নান আসন্ন বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের দূত ক্রিস্টিন স্ক্রেনার বার্গনার।

স্থানীয় সময় বুধবার ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার সেশনে এমন সতর্কবার্তা দেন মিয়ানমারবিষয়ক দূত।

ক্রিস্টিন মনে করছেন, মিয়ানমারের চলমান পরিস্থিতিতে দেশটিতে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তাই এখনই ব্যবস্থা নিতে হবে নিরাপত্তা পরিষদকে।

জাতিসংঘের দূত বলেন, গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করা সেনা কর্মকর্তারা দেশ চালাতে সক্ষম নয়। তাদের হাতে দেশ থাকলে পরিস্থিতি শুধু অবনতির দিকেই যাবে।

তিনি নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলেন, ‘সমন্বিত ব্যবস্থা নিতে সম্ভাব্য সব বিষয় মাথায় রাখুন; সঠিক কাজটি করুন, যা মিয়ানমারের জনগণ চায়। এর মাধ্যমে এশিয়ার প্রাণকেন্দ্রে বহুমাত্রিক বিপর্যয় ঠেকান।’

বার্গনার জোর দিয়ে বলেন, আসন্ন রক্তস্নান ঠেকাতে নিরাপত্তা পরিষদকে অবশ্যই উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে হবে।

নির্বাচিত নেতা অং সান সু চিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর থেকে দেশটিতে নিয়মিতই বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। সে বিক্ষোভে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত শনিবার। ওই দিন প্রাণহানি হয় ১৪১ জনের।

এ বিভাগের আরো খবর