ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের বাকি আর এক দিন। এ মুহূর্তে নজর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। কারণ বিধানসভার এই আসন থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন স্বয়ং রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার শেষ হয়েছে তার ভোটের প্রচার।
এই রাজ্যে বিধানসভা নির্বাচনে আট ধাপের ভোট শুরু হয় গত শনিবার। বাংলাদেশের সীমান্তবর্তী দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও অসমে দ্বিতীয় দফার ভোট বৃহস্পতিবার।
পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের বিধানসভার ৩০ আসনে হবে দ্বিতীয় দফার ভোট। প্রথম দফাতেও ভোট সম্পন্ন হয়েছে ৩০টি আসনে। দ্বিতীয় ধাপে রাজ্যটিতে প্রার্থীর সংখ্যা ১৯ জন নারীসহ ১৭১ জন।
নিজের পরিচিত আসন কলকাতার ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ও মন্ত্রিসভার সাবেক সদস্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করছেন মমতা ব্যানার্জি।
নন্দীগ্রামে বিজেপির হেভিওয়েট প্রার্থী ও তৃণমূলের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দুও নির্বাচনে লড়ছেন নন্দীগ্রাম থেকেই। ফলে দুই পক্ষের জন্যই মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে এ নির্বাচন।
এ পরিস্থিতিতে মমতা নিজে চার দিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছেন নন্দীগ্রামে। দল ত্যাগ করা শুভেন্দুকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বলেন, ‘নন্দীগ্রামের মানুষ গাদ্দারদের ক্ষমা করবে না।’
পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দুও। মমতাকে অন্তত ৫০ হাজার ভোটে হারানোর হুমকি দেন তিনি। বিজেপির হেভিওয়েট নেতারাও প্রচারে বাড়তি গুরুত্ব দিয়েছেন নন্দীগ্রামকে।
এ লড়াইয়ে জিতছেন কে, তা জানা যাবে ২ মে।
এদিকে অসমে দ্বিতীয় দফার ভোটে ৩৪৫ জন প্রার্থী রয়েছেন। রাজ্যটির ১২৬ সদস্যের বিধানসভার ৩৯টি কেন্দ্রে হবে ভোট। ২ কোটি ৩২ লাখ ৪৪ হাজার ৪৫৪ জন ভোটারের মধ্যে এদিন ভোট দেবেন ৭৩ লাখ ৪৪ হাজার ৬৩১ জন। দ্বিতীয় দফার ভোটারদের বেশির ভাগই বাঙালি।
শনিবার অসমের প্রথম দফায় ৪৭টি কেন্দ্রে নির্বিঘ্নে ভোট হয়। রাজ্যটির তৃতীয় ও শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল।
মোট পাঁচ রাজ্যে হবে নির্বাচন। কেরালার ১৪০ আসনের বিধানসভা, পুদুচেরির ৩০ আসনের বিধানসভা ও তামলিনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় এক দফাতেই ভোট হবে ৬ এপ্রিল।