পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের টানা পোড়েন তাহলে শেষ হচ্ছে। মান অভিমান ভেঙে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
দুই নেতার মধ্যে সোমবার ফোনালাপ হয় বলে পাকিস্তানের প্রধান মন্ত্রীর দপ্তর থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফোনালাপে তারা আলোচনা করেছেন। ইমরানকে রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন বিন সালমান।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, করোনায় আক্রান্ত ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ক্রাউন প্রিন্স। পাকিস্তান প্রধানমন্ত্রীও সৌদি যুবরাজের সুস্বাস্থ্য কামনা করেছেন।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে সবুজায়নের লক্ষ্যে ‘সৌদি গ্রিন ইনিশিয়েটিভ’ ও ‘গ্রিন মিডল ইস্ট ইনিশিয়েটিভ’ উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। প্রকৃতি ও পৃথিবীকে রক্ষায় দেশটির এই উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে সালমানকে চিঠি লিখেছেন ইমরান খান।
চিঠিতে বিন সালমানকে ‘ভাই’ সম্বোধন করে ইমরান লিখেছেন, ‘আমার ভাই মহামান্য ক্রাউন প্রিন্স গ্রিন সৌদি আরব ও গ্রিন মিডল ইস্ট উদ্যোগ নিয়েছেন, এটা জেনে আমি আনন্দিত!’
সবুজায়ন উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবে এক হাজার কোটি গাছ লাগানো হবে। গ্রিন মিডল ইস্ট প্রকল্পের আওতায় এই অঞ্চলে লাগানো হবে ৫ হাজার কোটি গাছ। এর ফলে মধ্যপ্রাচ্য এলাকার সমুদ্র উপকূলীয় এলাকার ৩০ শতাংশের বেশি সংরক্ষণ সম্ভব হবে।