বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মন্ত্রিসভায় রদবদল করোনা নিয়ে চাপে থাকা ব্রাজিল প্রেসিডেন্টের

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ০৯:৪২

ব্রাজিলের প্রেসিডেন্টের অনুগত মিত্র পররাষ্ট্রমন্ত্রী এর্নেস্তো আরাজো এবং প্রতিরক্ষামন্ত্রী ফারনান্দো আজেভেদো ই সিলভার পদত্যাগের খবর প্রকাশের পরই নতুন ছয় মন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে চাপের মুখে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর পর নিজের ছয় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সরিয়ে নতুন ছয়জনকে নিয়োগ দিয়েছেন তিনি।

দেশটির প্রেসিডেন্টের প্রেস কার্যালয় স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে মন্ত্রিসভায় রদবদলের এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এর্নেস্তো আরাজোর জায়গায় কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঙ্কা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ফারনান্দো আজেভেদো ই সিলভার স্থলাভিষিক্ত হয়েছেন ওয়াল্টার সুজা ব্র্যাগা নেত্তো।

এ ছাড়া চিফ অফ স্টাফ পদে জেনারেল লুইজ এদুয়ার্দো রামোজ ও বিচারমন্ত্রী হিসেবে পুলিশ কমান্ডার অ্যান্ডারসন তোরেসকে নিয়োগ দেন বলসোনারো। অ্যাটর্নি জেনারেল ও গভর্নমেন্ট সেক্রেটারি পদেও পরিবর্তন আনেন তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্টের অনুগত মিত্র পররাষ্ট্রমন্ত্রী এর্নেস্তো আরাজো এবং প্রতিরক্ষামন্ত্রী ফারনান্দো আজেভেদো ই সিলভার পদত্যাগের খবর প্রকাশের পরই নতুন ছয় মন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

আল জাজিরার প্রতিবেদক মনিকা ইয়ানাকিউ বলেন, ‘মন্ত্রিপরিষদে রদবদলের বিষয়ে জনসমক্ষে এখনও কিছু বলেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। করোনার সংক্রমণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় তার ওপর চাপ বাড়ছে।’

চলতি মাসের শুরুর দিকে স্বাস্থ্যমন্ত্রী জেনারেল এদুয়ার্দো পাজুয়েলোর জায়গায় হৃদরোগ বিশেষজ্ঞ মার্সেলো কুয়েরোগাকে নিয়োগ দিয়েছিলেন বলসোনারো।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জনস্বাস্থ্যবিধির প্রয়োজনীয়তা শুরু থেকেই গা করেননি মহামারি নিয়ে সন্দেহ পোষণ করা বলসোনারো। এ কারণে বিশ্বব্যাপী তাকে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়।

করোনার দ্বিতীয় ধাক্কা চলছে দেশটিতে। ব্রাজিলের হাসপাতাল এরই মধ্যে করোনায় আক্রান্ত রোগীতে ভরে গেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনায় ব্রাজিলে এখন পর্যন্ত ৩ লাখ ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির ১ কোটি ২৫ লাখ মানুষের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৯২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে মৃত্যু হয় ১ হাজার ৬৬০ জনের।

করোনার দ্বিতীয় ধাক্কায় তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে চলতি সপ্তাহে সতর্ক করেন দেশটির বিশেষজ্ঞরা।

এ বিভাগের আরো খবর