পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি ও প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার প্রেসিডেন্ট আরিফ আলভিও টিকার প্রথম ডোজ গ্রহণের পর কোভিড-১৯ ‘পজিটিভ’ হয়েছেন।
সোমবার এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডনে।
প্রেসিডেন্ট এক টুইট বার্তায় জানান, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আল্লাহ সব কোভিড আক্রান্তদের ওপর সদয় হোন।’
তিনি আরও জানান, তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ এ সপ্তাহের মধ্যে নেয়ার কথা ছিল। দ্বিতীয় ডোজ গ্রহণের পর এই টিকার রোগ প্রতিরোধের কার্যকরিতা শুরু হওয়ার কথা ছিল।
ফার্স্ট লেডি শামিমা আলভি জানান, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ দেখা গেছে। এখন পর্যন্ত তার শরীর ও মনের অবস্থা ভালো।
প্রধানমন্ত্রী ইমরান খান টিকার প্রথম ডোজ নেয়ার দুই দিন পর করোনা পজিটিভ হন।
গত ২০ মার্চ টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তার স্বাস্থ্য উপদেষ্টা ড. ফয়সাল সুলতান। বৃহস্পতিবার করোনাপ্রতিরোধী টিকা নিয়েছিলেন ইমরান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নতুন করে আবার করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রতিবেশী ভারতে গত পাঁচ মাসের মধ্যে সোমবার দৈনিক সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছে। পাকিস্তানেও সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে এবং দ্রুত শনাক্ত ও মৃত্যু বাড়ছে।