করোনা সংক্রমণের কারণে এ বছর রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদীনার মসজিদে নববীতে ইফতার ও এতেকাফের আয়োজন করা হচ্ছে না।
সৌদি সরকারের এ ঘোষণা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম সৌদি গেজেট।
তবে দুটি পবিত্র মসজিদের পরিচালনা বিষয়ক প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস জানান গ্র্যান্ড মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে সীমিত আকারে প্যাকেটজাত ইফতার দেয়া হবে।
ইফতারের পাশাপাশি সেহরির আয়োজনও এ বছর বাতিল করা হয়েছে মসজিদে নববীতে।
বার্ষিক আলোচনা সভা শেষে শেখ আল-সুদাইস সোমবার এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে এমন সব পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’
করোনার টিকা না নিলে মসজিদে ঢুকতে দেয়া হবে না বলেও জানান তিনি। পাশাপাশি, মসজিদে অবস্থানের সময় মাস্ক পরতে হবে ও শারীরিক দূরত্বের নিয়ম যথাযথভাবে মেনে চলতে হবে।
সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
সৌদি আরবে বাইরে থেকে কেউ এ বছর রমজান মাসে উমরাহ পালন করতে পারবেন না। দেশটিতে ১৭ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর সরকারের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
তবে এর আগে, দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, যারা উমরাহ পালন করতে ইচ্ছুক তাদের অবশ্যই আগে থেকেই ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
টানা সাত মাস উমরাহ পালনে নিষেধাজ্ঞা থাকার পর গত বছর অক্টোবরে তা তুলে দেয় সৌদি সরকার। তবে সীমিত পরিসরে ৩০ শতাংশ হারে উমরাহ পালনে অনুমোদন দিয়েছে সরকার। এতে করে এখন প্রতিদিন অন্তত ৬ হাজার মুসল্লি উমরাহ পালন করছেন।
পবিত্র শবে কদর প্রাপ্তির সুনিশ্চিত প্রত্যাশায় ও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় রমজানের শেষ ১০ দিনের এতেকাফ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত।