ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপের মাকাসসার শহরে একটি ক্যাথলিক গির্জার বাইরে বোমা হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নিরাপত্তারক্ষীসহ কমপক্ষে ১৪ জন।
ধারণা করা হচ্ছে, আত্মঘাতী বোমা হামলা ছিল এটি। ঘটনার সময় গির্জাটিতে পাম সানডের আনুষ্ঠানিকতা চলছিল।
বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে গির্জার ভেতরে দুই ব্যক্তি ঢোকার সময় মূল প্রবেশপথে হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি পোড়া মোটরবাইক ও মানুষের ছিন্নভিন্ন দেহের খণ্ডাংশ উদ্ধার করে পুলিশ।
নিহতদের দুই জনই হামলাকারী বলে জানিয়েছে পুলিশ। কারা এ হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি।
গির্জার পাদ্রি ফাদার উইলহিমাস তুলাক গণমাধ্যমকে জানিয়েছেন, সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা।
হামলার নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কুমাস। সব ধরনের উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করার জন্য তিনি পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘হামলার উদ্দেশ্য যাই হোক না কেন, কোনো ধর্মেই এসব কর্মকাণ্ডের স্থান নেই। কারণ এতে শুধু মানুষের ক্ষতি হয়।’
বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় অতীতেও গির্জায় হামলার ঘটনা ঘটেছে। এ জন্য কট্টর ইসলামপন্থিদের দায়ী করা হলেও, কোনোবারই কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
২০১৮ সালে বন্দরনগরী সুরাবায়ার একাধিক গির্জা ও নগর পুলিশের প্রধান কার্যালয়ে সমন্বিত হামলায় প্রাণ যায় অনেকের। ওই ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএসের ইন্দোনেশীয় শাখা জামাহ আনশারুত দাউলাহকে দায়ী করেছিল পুলিশ।
তবে দেশটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় ২০০২ সালে পর্যটন দ্বীপ বালিতে। বিদেশি নাগরিকসহ দুই শতাধিক মানুষ নিহত হন ওই হামলায়। জঙ্গি সংগঠন জামাহ ইসলামিয়ার ওই হামলার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করে ইন্দোনেশিয়া সরকার, যা চলছে এখনও।